মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা : সদ্য পঞ্চায়েতমন্ত্রীর (Panchayat Minister) দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাঁকে। সুব্রত মুখোপাধ্যায়ের দীর্ঘদিন ধরে সামলানো দফতরের দায়িত্ব পাওয়ার পরে সে কাজ তিনি কতটা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন তা সময় বলবে। কিন্তু, মাটির সাথে যে তাঁর নিবিড় সম্পর্ক, গ্রাম বাংলার মানুষের সাথে যে ওতপ্রোতভাবে তিনি জড়িত, তা প্রমাণ করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumdar)। লাঙল নিয়ে মাঠে নামলেন চাষিদের সঙ্গে। রাস্তা দিয়ে পেরিয়ে যেতে যেতে কাঁকসার কৃষকদের দেখে তাঁদের সাথে জমি চাষ দিতে মাঠে নামেন।
কৃষি কাজে গতি আনতে কৃষকদের বিভিন্ন প্রকল্পের আওতায় আনছে রাজ্য সরকার। সেই সব কৃষকের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে সরাসরি জমিতে নামলেন চাষ দিতে। ডিজেলের দাম বাড়ায় যন্ত্রের মাধ্যমে চাষ দিতে পারছেন না চাষিরা। জমিতে চাষ দিতে লাঙলের ব্যাবহার ফের শুরু হয়েছে। ধানের বীজ রোপণের আগে জমি চাষ দিতে ব্যস্ত চাষিরা। মঙ্গলবার সকালেও কাঁকসার রূপগঞ্জের চাষিরা গরু নিয়ে লাঙলের মাধ্যমে জমি চাষ দিচ্ছিলেন। সেই জমিতে গামছা পরে চাষের কাজে নেমে যান মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি প্রত্যেক মুহূর্তে কৃষকদের পাশে থাকার বার্তা দেন। মন্ত্রীর এই ব্যবহার দেখে আপ্লুত কৃষকরাও। চাষ করতে তাঁদের উৎসাহ বাড়ছে বলে দাবি করেন কৃষকরা।
বুধবারের রদবদলে রাজ্য মন্ত্রিসভায় এসেছে আটজন নতুন মুখ। তার মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী-সহ পাঁচজন। প্রতিমন্ত্রী হয়েছেন দু’জন।
আরও পড়ুন ; রাজ্য মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হলেন প্রদীপ মজুমদার
তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল! মন্ত্রিসভায় এল ৮ নতুন মুখ! শপথগ্রহণে অনুপস্থিত থাকলেও, দলের পর এবার মন্ত্রিসভাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়া দীর্ঘ হল ! ক্যাবিনেট মন্ত্রী হলেন অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়, নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক ও জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী।
এছাড়াও ক্যাবিনেটমন্ত্রী হলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার ও কোচবিহারের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ...। প্রথমবার মন্ত্রিসভায় জায়গা হল অধিকারী পরিবারের ঘোর বিরোধী বলে পরিচিত, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার তৃণমূল বিধায়ক বিপ্লব রায়চৌধুরীর। তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন। বিজেপির শক্তঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গ থেকে প্রতিমন্ত্রী হলেন মালদার হরিশ্চন্দ্রপুরের তাজমুল হোসেন এবং উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন।
একদা মোদি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন, এবার দল বদলে মমতা মন্ত্রিসভায় প্লেয়িং ইলেভনে জায়গা পেয়েছেন বাবুল সুপ্রিয়ও।