মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা : বীরভূমে সরকারি সভা থেকে আজই কেন্দ্রকে নিশানা করে আধার কার্ড বাতিলের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুরের জুতিহাটি গ্রামের কয়েকজন বাসিন্দা আধার বাতিলের চিঠি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই আবহে এবার আধার কার্ড বাতিলের জেরে অনিশ্চয়তার মুখে পড়ল স্নাতক পড়ুয়ার ভবিষ্যৎ। সে করতেই পারল না ফর্ম ফিলআপ।
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বনকাটি পঞ্চায়েতের ১১ মাইলের ওই পড়ুয়া বীরভূমের ইলামবাজারে কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া। কয়েক মাস পরেই পরীক্ষা। কয়েকদিন আগে তারই ফর্ম ফিলআপ করতে যায় আশা। সেখানে গিয়ে আধার কার্ডের নম্বর দিয়ে পরীক্ষার ফর্ম ফিলআপ করতে গিয়ে বুঝতে পারে তার আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে। তাতে সে চিন্তিত হয়ে পড়ে। এরপর শনিবার ডাক বিভাগের মাধ্যমে আধার কার্ড বাতিলের একটি চিঠিও হাতে আসে তার। বনকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১১ জনের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বলে সূত্রের খবর। পূর্ব বর্ধমানের পর পশ্চিম বর্ধমানের কাঁকসায় আধার কার্ড বাতিলের নোটিসকে ঘিরে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে প্রথম বর্ষের ওই স্নাতক পড়ুয়া বলেন,"জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল।" তবে আধার কার্ড বাতিলের পর কীভাবে পরীক্ষায় বসবে সেই নিয়ে চিন্তিত সে।
কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, "রাজ্যজুড়ে সাধারণ মানুষকে সমস্যায় ফেলার চক্রান্ত কেন্দ্রীয় সরকার। এইভাবে আধার কার্ড বাতিল হতে থাকলে আন্দোলনের পথে হাঁটব।" যদিও বিজেপির মণ্ডল সভাপতি রাজীব রায় জানান, বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে বিষয়টি জানাবেন। মানুষের যাতে সমস্যা না হয় সেদিকে তৎপর বিজেপি।
ভোটের মুখে ফের NRC-তত্ত্ব, আধার বাতিলে সরব মুখ্যমন্ত্রী। সামনে আরও একটা ভোট। তার আগে NRC নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুরের জুতিহাটি গ্রামের কয়েকজন বাসিন্দা আধার বাতিলের চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। এক অভিযোগকারিণী বলেন, আমাদের আধার কার্ড বাতিল করা হয়েছে। এবারে ব্যাঙ্কেও টাকা তুলতে পারছি না। রেশনও উঠছে না। আঙুলের ছাপও পাচ্ছে না। আমরা কিছুই জানতে পারিনি। আধার কার্ডটা নষ্ট হয়ে গেছে। আমরা তো অনেক ভয়ে ভয়ে আছি। যদিও জামালপুরের BDO-র দাবি, ব্যাঙ্ক বা রেশন সংক্রান্ত কোনও অভিযোগ তিনি পাননি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে