সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! ভোটে খরচের টাকা কোথায় গেল? হিসেব চেয়ে এবার অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা।


ঠিক কী ঘটেছে? 


পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকাল দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন ভগবন্তপুর অঞ্চলের তৃণমূল সভাপতি রামকৃষ্ণ রায়। এই ঘটনাকে কেন্দ্র করে
প্রকাশ্যে এসেছে তৃণমূলের কোন্দল। বিক্ষোভের ইন্ধন জুগিয়েছেনব্লক সভাপতি হীরালাল ঘোষ, দাবি অঞ্চল সভাপতির। পাল্টা ব্লক সভাপতির দাবি, অঞ্চল সভাপতি চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়ার ঘনিষ্ঠ, ভোটের টাকা তাঁর কাছে পৌঁছলেও তিনি সঠিকভাবে খরচ করেননি। এই নিয়ে মন্তব্য করতে চাননি চন্দ্রকোণার তৃণমূল বিধায়ক। 


আরও পড়ুন, অবিরাম বৃষ্টিতে বাড়ছে তিস্তার জল, ধস আশঙ্কায় ঘুম উড়ছে পাহাড়ের


কী কী অভিযোগ?


ঘটনায় শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবান্তপুর গ্রাম পঞ্চায়েতের ভগবন্তপুর এলাকায়। জানা গিয়েছে, ভগবন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রামকৃষ্ণ রায়কে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকেরা ভগবন্তপুর এলাকায়  প্রকাশ্যে রাস্তায় ঘিরে বিক্ষোভ শুরু করে, তৃণমূল কর্মীদের দাবি, নির্বাচনের সময় দলীয়ভাবে যে টাকা দেওয়া হয়েছিল বুথে খরচ করার জন্য  সেই টাকা বুথে পৌঁছয়নি কেন টাকা কোথায়? 


অভিযোগ, অঞ্চল সভাপতি সেই টাকা দেয়নি, তাই তারা অঞ্চল সভাপতি কে ঘিরে বিক্ষোভ শুরু করে।  ঘটনায় পাল্টা অঞ্চল তৃণমূল সভাপতি রামকৃষ্ণ রায় এর দাবি এই ঘটনা ব্লক সভাপতি হীরালাল ঘোষ এর মদতে ঘটেছে। পাল্টা ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষের দাবি, অঞ্চল সভাপতি, দলের কোন কর্মসূচিতেই নেই, নির্বাচনের সময় বাড়িতে বসে ছিলেন, আর বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার কারণে, তার কাছে টাকা পৌঁছালেও সেই টাকা তিনি সঠিক জায়গায় খরচ করেননি।                                                                                                                



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে