অমিত জানা, বেলদা: ভর দুপুরে আকাশে উড়ল যুদ্ধবিমান, তা দেখতে ভিড় জমে গেল বেলদায়। জাতীয় সড়কের উপর দিয়ে গাড়ি, বাইক ছুটে যাচ্ছিল রোজকার মতোই। সেই সময়ই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যেতে দেখা গেল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানকে। আপদকালীন পরিস্থিতি যাতে অবতরণ করা যায়, তার জন্য জাতীয় সড়কের উপর সেখানে রানওয়ে তৈরি করা হয়েছে। শীঘ্রই সেখানে যুদ্ধবিমানের ওঠানামা শুরু হবে। তার আগে মহড়া হয়ে গেল বুধবার। (Belda Emergency Landing Runway)


পশ্চিম মেদিনীপুরের বেলদায় জাতীয় সড়কের উপর যুদ্ধবিমান নামার উপযুক্ত রানওয়ে তৈরি হয়েছে। নারায়ণগড় ব্লকের পক্তাপোল থেকে শ্যামপুরা পর্যন্ত ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ৫ কিলোমিটার দীর্ঘ এই রানওয়ে তৈরি করা হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষই এই রানওয়ের কাজ সম্পূর্ণ করেছে। সেটি বায়ুসেনা আধিকারিকদের হাতে তুলেও দেওয়া হয়েছে। সেখানে বিমানের ওঠানামা শুরু করার আগে, এদিন মহড়া চালানো হয়। কয়েক দিনের মধ্যেই রানওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। (Paschim Medinipur News)


তবে মহড়া উপলক্ষেই এদিন সকাল থেকে সাজ সাজ রব পড়ে যায় চারিদিকে। মহড়া হলেও, এদিনও প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। পাঁচ কিলোমিটার দীর্ঘ রানওয়ের দুই দিক ঘিরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটি থেকে বায়ুসেনার আধিকারিক থেকে উইং কমান্ডাররা সেখানে উপস্থিত ছিলেন। আশোপাশের লোকজনও যুদ্ধবিমানের উড়ান দেখতে ভিড় করেছিলেন। 


আরও পড়ুন: Joynagar Violence: সামনেই মাধ্যমিকের টেস্ট, আগুনে পুড়ে ছাই জয়নগরের পরীক্ষার্থীর সমস্ত বই


এর পর দুপুরে শুরু হয় মহড়া। মহড়ার সঙ্কেত পাঠানো হয় প্রথমে। তার পর রানওয়ের ৩০ ফুট উপর দিয়ে উড়ে যায় একাধিক যুদ্ধবিমান।  তেব এদিন জাতীয় সড়কের রানওয়ের উপর কোনও যুদ্ধবিমান নামানো হয়নি। তবে বায়ুসেনা সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই রানওয়ের উপর যুদ্ধবিমানের অবতরণ হবে।


বেলদায় যুদ্ধবিমানের মহড়ায় এদিন উপস্থিত ছিলেন জাতীয় সড়কের প্রজেক্ট ডিরেক্টর সুব্রত নাগ। তিনি বলেন, "আপাতত মহড়া হয়েছে। আজ অবতরণ হয়নি। তবে অ্যাপ্রোচ এসে গিয়েছে। সবকিছু মোটামুটি প্রস্তুত রয়েছে। আগে বায়ুসেনা ভাল করে পরখ করে নিক। তার পর অবতরণের মহড়া শুরু হবে।"


বেলদায় জাতীয় সড়কের উপর যুদ্ধবিমানের রানওয়ে তৈরির কারণ জানতে চাইলে সুব্রত বলেন, "আপদকালীন পরিস্থিতিতে এই রানওয়ে ব্যবহার করা হবে। যদি যুদ্ধ বাধে বা প্রাকৃতিক দুর্যোগ নামে, সেক্ষেত্রে উদ্ধার কার্য চালাতে, ত্রাণকার্য পৌঁছে দিতে এই রানওয়ে ব্যবহার করা হবে। ইস্টার্ন জোনে এখনও পর্যন্ত এমন আপদকালীন রানওয়ে তৈরি হয়নি। কলাইকুন্ডার পাশে হওয়ায় সুবিধা হয়েছে।"


সুব্রত আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত গোটা দেশে ১৯টি এমন আপদকালীন রানওয়ে তৈরি হয়েছে। এর মধ্যে ছ'টি এই মুহূর্তে কার্যকর। কিন্তু বেছে বেছে বেলদার জাতীয় সড়কের উপরই আপদকালীন রানওয়ে তৈরির সিদ্ধান্ত কেন। সংলগ্ন খড়্গপুরে বায়ুসেনা ঘাঁটি থাকাতেই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।