সুনীত হালদার, হাওড়া: ফের রণক্ষেত্র হাওড়া (Howrah)। এবার নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় এই জেলায়। জগৎবল্লভপুরে অপহরণের চেষ্টার অভিযোগে চলে বাইক ভাঙচুর।
ফের রণক্ষেত্র হাওড়া
অতীতে নানা ইস্যুতে একাধিকবার উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়ায়। হকার উচ্ছেদ ঘিরে, কখনও আবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করেও রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে এই জেলায়। তবে গতবছর দিল্লির বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরেও উত্তেজনা ছড়িয়েছিল হাওড়ায়। আর এবার আরও একবার রণক্ষেত্রের আকার ধারণ করল হাওড়া।
ঠিক কী হয়েছিল ?
হাওড়া জগৎবল্লভপুরের অন্তর্গত ঝড়োআয়মাচকে বুধবার সকাল এগারোটা নাগাদ এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার একটি মেয়েকে বাইকে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাকে স্থানীয় মানুষজন দেখতে পেয়ে বেধড়ক মারধর করেন এবং ওই ব্যক্তির বাইক ভাঙচুর করে রাস্তার পাশে নয়নজলিতে ফেলে দেয়। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় জগৎবল্লভপুর থানায়।
বেধড়ক মারধর অভিযুক্তকে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মুকেশ কুমার সানি। বাড়ি বিহারে। তিনি এখন জগৎবল্লভপুরের বড়গাছিয়া এলাকায় থাকেন । প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে পেশায় মার্বেল মিস্ত্রি মুকেশ ওই মেয়েটিকে সীতাপুরে যাওয়ার রাস্তা কথা জিজ্ঞাসা করেছিল। মেয়েটি ভয় পেয়ে চিৎকার করলে পরিস্থিতি বদলে যায়। উত্তেজিত জনতা তাকে হাতেনাতে ধরে বেধড়ক মারধর করে। এর পেছনে কোনও খারাপ উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন, ৪৮ ঘণ্টা পরেও আতঙ্কে জয়নগরের দলুয়াখাকি গ্রাম
যেকোনও ইস্যুতেই 'অপহরণ' গুরুতর অপরাধ
যেকোনও ইস্যুতেই 'অপহরণ' গুরুতর অপরাধ। ৯০ এর দশকে বাংলা-তথা হিন্দি ছবিতে বারবার ফিরে আসত অপহরণের দৃশ্য। বলাইবাহুল্য সেসময় গোটা দেশজুড়েই বাস্তবেই অপহরণটা চলত। মোটা অঙ্কের মুক্তিপণ চাওয়া হত। কখনও কোম্পানির কর্তা, কখনও পরিবারের কেউ অপহৃত হওয়ার ঘটনা হামেশাই প্রকাশ্যে আসত। যদিও ২০০০ সালের পরে এই ঘটনাগুলি তুলনায় কম প্রকাশ্যে আসে। কিন্তু গত কয়েকবছরে এই অপহরণের উদাহরণ কিন্তু রাজনৈতিক স্তরেও রয়েছে। তবে কী কারণে এবার নাবালিকাকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ প্রকাশ্যে এসেছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।