অলোক সাঁতরা, মেদিনীপুর: মেদিনীপুরে (Medinipur) পুরসভা নির্বাচনের (Municipal Election) আগে পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) বিজেপি-তে (BJP) ভাঙন। রবিবার জেলা বিজেপি-র সহ-সভাপতি তাঁর অনুগামীদের নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (TMC)। রবিবার সন্ধেবেলা জেলা তৃণমূল কার্যালয়ে হাজির হয়ে তাঁরা রাজ্যের শাসক দলে যোগদান করেন।


এই যোগদানের বিষয়ে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, ‘আমাদের দলে যোগদানকারীদের মধ্যে আছেন বিজেপি-র জেলা সহ-সভাপতি শিবু পানিগ্রাহী, সিমা পানিগ্রাহী, এসসি মোর্চা নেতা গৌতম ঘড়াই, পম্পা দাস, অরিজিৎ দেবদাস সহ কয়েকশো বিজেপি কর্মী। দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়া এই শতাধিক কর্মী ছাড়াও তাঁদের প্রায় ৪০০ অনুগামী তৃণমূলের ছাতার তলায় এসেছেন।’


আরও পড়ুন পুরভোটের আগে উলুবেড়িয়ায় বিজেপিতে ভাঙন, তৃণমূলে হাওড়া গ্রামীণের প্রাক্তন সভাপতি


তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রবিবার একটি ছোট কর্মী বৈঠকের মাধ্যমে এই যোগদান কর্মসূচি হয়েছে মেদিনীপুর শহরে। পুরসভা নির্বাচনের আগে এই যোগদানের ফলে মেদিনীপুর পুরসভা এলাকায় বিজেপি-র আরও খানিকটা কোমর ভেঙে দেওয়া হল বলেই দাবি করছেন তৃণমূলের জেলা নেতারা।


এদিকে, ফের দিলীপ ঘোষ শহরে থাকাকালীন খড়গপুরে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার প্রায় ২০০ জন সদস্য। গতকাল খড়গপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচার করছিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেই সময় ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যোগদান মেলায় হাজির হন বিজেপি যুব মোর্চার সদস্যরা। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার উপস্থিতিতে তাঁরা রাজ্যের শাসক দলে নাম লেখান।


বিজেপিত্যাগী নেতা-কর্মীদের দাবি, বিপদে পাশে দাঁড়ানোয় তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তৃণমূল নেতৃত্বের কটাক্ষ, দিলীপ ঘোষ খড়গপুরে এলেই দল ছাড়বেন বিজেপি কর্মীরা। বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতির পাল্টা দাবি, পুলিশের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে দলবদল করাচ্ছে তৃণমূল।


অন্যদিকে, রবিবার ঝাড়গ্রাম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে যান দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী অশোক কুমার মহান্তির সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি। প্রচারে হাজির বিজেপি জেলা সভাপতি তুফান মাহাতো-সহ একাধিক নেতৃবৃন্দ। এদিন সকালে খড়গপুর শহরেও প্রচার করেন দিলীপ ঘোষ।