সোমনাথ দাস, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক খুদের।  আর তা ঘিরেই রণক্ষেত্রে পরিণত হল গোটা এলাকা। শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল চন্দ্রকোনা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার গোপসাই এলাকা। সেখানেই এ দিন দুর্ঘটনাটি ঘটে। 


কীভাবে ঘটল দুর্ঘটনা?
এদিন দুর্ঘটনায় যার মৃত্যু হয়েছে সে প্রথম শ্রেণির ছাত্র। নিহত ছাত্রের নাম শুভজিৎ। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তার পাশেই রয়েছে স্কুল।  স্থানীয় বাসিন্দাদের সূত্রে দাবি, এ দিন দুপুর নাগাদ স্কুল চলাকালীন হঠাৎ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র  শুভজিৎ স্কুলের বাইরে বেরিয়ে আসে। রাজ্য সড়কের পাশেই রয়েছে ওই স্কুল। স্কুল থেকে বেরিয়ে হঠাৎ রাস্তার উপর উঠে আসে ওই ছাত্র। তখন রাস্তা দিয়ে বালির লরি যাচ্ছিল। অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল লরিটি। সেই লরির ধাক্কায় ছিটকে পড়ে ওই খুদে স্কুল ছাত্র।


এলাকায় চরম উত্তেজনা
দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই এলাকায় আসে পুলিশ। স্থানীয়দের দাবি, পুলিশ দ্রুত রাস্তা থেকে দেহ তুলে নিয়ে চলে যায়। তারপরেই বেড়ে যায় ক্ষোভের মাত্রা। পুলিশের দিকে ধেয়ে যায় এলাকার বাসিন্দাদের একাংশষ মারমুখী জনতাকে দেখে প্রথমে পিছু হঠে পুলিশ। কোনওভাবেই উত্তেজনা সামাল দিতে না পেরে পরে পুলিশ পালিয়ে যায় বলে অভিযোগ।


কেন ক্ষুব্ধ বাসিন্দারা?
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় ব্যস্ত রাজ্য সড়কের পাশেই রয়েছে স্কুল। একাধিক পড়ুয়া রয়েছে ওই স্কুলে। কিন্তু কোনও নিরাপত্তার ব্যবস্থা নেই। বারবার বলেও এলাকায় পুলিশ কোনও ব্যারিকেড বসায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেই কারণেই বেলাগাম গতিতে চলে ট্রাকগুলি। সেরকমই একটি ট্রাকের ধাক্কায় এদিন ওই খুদে পড়ুয়ার মৃত্যু হয়েছে।  গুরুত্বপূর্ণ এলাকায় কেন পুলিশ নজরদারি চালায়নি সেই প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। গাড়ির গতি কমানোর জন্য কেন কোনও বাম্পার বসানো হয়নি, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। 


এদিন ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে প্রতিবাদ চলে এলাকায়। রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণ অবরোধও চলে। বাসিন্দাদের দাবি, এদিনের দুর্ঘটনার পিছনে পুলিশের উদাসীনতা যেমন রয়েছে, তেমনই স্কুল কর্তৃপক্ষেরও দায় রয়েছে। ব্যস্ত রাস্তার পাশে স্কুল, তবুও কেন পড়ুয়াদের উপর নজর রাখেনি স্কুল? সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।


আরও পড়ুন: মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বীরভূম-সহ একাধিক জেলায় থেকে উদ্ধার বোমা