সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: দোলের দিন (Dol Festival 2022) মন্দিরে ঢুকে চুরি (Alleged Theft from Temple) অভিযোগ। ছয় মহিলা-সহ আট জন চোরকে হাতেনাতে ধরার দাবি। তাতে সকলকে দেওয়া হল গণধোলাই (Beaten by Mob)। লাঠির বাড়ি, কিল, চড়, ঘুষি কিছুই বাদ গেল না। শেষে পুলিশ গিয়ে উদ্ধার করল অভিযুক্তদের। ঘাটাল আদালতে (Ghatal Court) তোলা হল ধৃতদের।
পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur News) দাসপুর থানার (Daspur Police Station) অন্তর্গত জয়রামচক এলাকার ঘটনা। শুক্রবার বিকেলে সকলে যখন দোলের উসবে মাতোয়ারা, সেই সময় ধৃতরা এলাকার নিমতলা মহাপ্রভু মন্দিরে চুরি করতে ঢোকেন বলে অভিযোগ। তাতেই হাতেনাতে ধরে এনে সকলকে গণপ্রহার করা হয় বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
স্থানীয়দের দাবি, শুক্রবার বিকেলে দোল খেলায় মেতেছিলেন এলাকবাসী। আর সেই সময়ই ছয় জন মহিলা এবং দু’জন পুরুষ মন্দিরে চুরি করতে ঢোকেন বলে অভিযোগ। যাতে কেউ চিনতে না পারেন, তাই সকলে মুখে আবির মেখে মন্দিরে চুরি করতে ঢুকে ছিলেন বলে দাবি এলাকাবাসীর। সে কথা জানাজানি হতেই মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুন: TMC-BJP Clash: জগদ্দলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগ
চুরর খবর পেয়ে মন্দির সংলগ্ন এলাকায় জমা হতে শুরু করেন এলাকার মানুষ। অভিযুক্তদের শিক্ষা দেওয়ার দাবি তোলেন সকলে। তার পরই শুরু হয় গণপ্রহার। উত্তেজিত মানুষ অভিযুক্তদের বেদম প্রহার করেত শুরু করেন। চারিদিক থেকে ছুটে আসতে থাকে কিল, চড়, ঘুষি। লাঠি দিয়েও বেধড়ক পেটানো হয় অভিযুক্তদের। তাতেও আশ না মিটতে নর্দমা থেকে নোংরা কাদা এবং জল তুলে অভিযুক্তদের মুখে মাখিয়ে দেওয়া হয়।
এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। উত্তেজিত মানুষের মধ্যে থেকে অভিযুক্তদের উদ্ধার করে তারা। তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই হুগলি জেলার বাসিন্দা। চুরি করাই তাঁদের পেশা। বহু দিন ধরে এই কাজে নিযুক্ত তাঁরা। শনিবার ঘাটাল আদালতে তোলা হয় ধৃতদের।