অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থেকে রাজ্যে শুরু হল 'দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার'। প্রান্তিক মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য দফতরের উদ্যোগে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ প্রকল্প চলছে। এবার রাজ্যের প্রত্যন্ত গ্রামে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে শুরু হল ‘দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার’।
রাজ্যের প্রান্তিক ও গরীব মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে ‘দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার’ কর্মসূচি শুরু হলো কেশিয়াড়িতে। এ দিন কর্মসূচির উদ্বোধন করেছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানি। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই কর্মসূচির জন্য পাইলট ব্লক হিসাবে কেশিয়াড়িকে বেছে নেওয়া হয়েছে। ৮ ও ৯ ফেব্রুয়ারি এই কর্মসূচি চলবে। তারজন্য কেশিয়াড়ি রবীন্দ্র ভবন ও খাজরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে। এই দুটি শিবিরে পরিষেবা দেওয়ার জন্য কলকাতার SSKM হাসপাতাল থেকে ২৫ জনের একটি দল উপস্থিত হয়েছেন ।এছাড়া জুনিয়র চিকিৎসক সহ টেকনিশিয়ানরাও রয়েছেন। দুটি শিবিরকে ছোটোখাটো হাসপাতালের আদলে প্রস্তুত করা হয়েছে। কেশিয়াড়ি ব্লকের প্রতিটি পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মীরা রোগীদের নাম তালিকাভুক্ত করেছেন। তালিকাভুক্ত সকলকে একটি করে স্লিপ দেওয়া হয়েছে। এই স্লিপ নিয়ে ওই ব্যক্তিরা শিবিরে এসেছেন চিকিৎসা করাতে। রোগ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাচ্ছেন রোগীরা।
জেলাশাসক আয়েশা রানি বলেন, 'দুয়ারে ডক্টর কর্মসূচি পাইলট প্রজেক্ট শুরু হয়েছে আজকে কেশিয়াড়িতে। পিজি থেকে এখানে সরাসরি এসে পরিসেবা দিচ্ছেন। ৩৮ জনের টিম রয়েছে দুটো টিমে ভাগ করা হয়েছে কার্ডিওলজি বিভাগ আছে ইএনটি আছে।'
সুবিধা মিলছে:
এদিন ডাক্তারের কাছে এসেছিলেন স্থানীয় বাসিন্দা পবিত্র সিট। তিনি বলেন, 'এখানে এসে আমরা মনে করেছিলাম খুব বেশি একটা সুবিধা পাব। আমরা হাসপাতালে গিয়ে দেখিয়ে যেটুকু সুবিধা পেয়েছি। আর এখানে রবীন্দ্রভবনে কলকাতা থেকে যে ডাক্তারবাবুরা এসেছেন একই সুবিধে আমাদের। ডাক্তারবাবু যা লিখে দিয়েছেন কিনতে হচ্ছে বাইরে থেকে।'
পর্যাপ্ত পরিকাঠামোর অভাব থাকায় অনেক সময় গ্রামীণ হাসপাতালগুলি থেকে রেফার করার অভিযোগ ওঠে। কখনও আবার চিকিৎসকের অভাবে সঠিক পরিষেবা না মেলার অভিযোগ ওঠে। চিকিৎসা ক্ষেত্রে বাংলার উৎকর্ষ কেন্দ্রগুলির অন্যতম এসএসকেএম হাসপাতাল। সেখানকার পরিষেবাই এবার প্রান্তিক এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল স্বাস্থ্য দফতর। পঞ্চায়েতের আগে রাজ্য সরকারের এই পাইলট প্রজেক্টে রাজনীতি দেখছে বিজেপি।
বিজেপির কটাক্ষ:
পশ্চিম মেদিনীপুরের বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেছেন, 'পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত ও ভাঁওতা দেখানো হচ্ছে। হাসপাতলে চিকিৎসা সরঞ্জাম সহ চিকিৎসক আছেন সেখানে রোগীরা গেলে পরিষেবা পায় না। । দুয়ারে ডাক্তার খালি হাত পা নিয়ে গিয়ে কি করবে?'
মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মামণি মাণ্ডি বলেন, 'বিজেপি এখানে এসে দেখে যেতে পারে, মানুষ সঠিক পরিষেবা পাচ্ছে কিনা। বিধানসভায় হেরে যাবার পর কথা করতে ছাড়ছে না চারিদিকে উন্নয়ন হয়েছে। বিজেপির মস্তিষ্কের বিকৃতি হয়েছে তাই আমাদের দুয়ারে চিকিৎসক ক্যাম্পে তারা এসে দেখাতে পারেন।'
আরও পড়ুন: কলকাতার সঙ্গে রেলে জুড়বে বাঁকুড়া! মন্ত্রীর আশ্বাসে আশায় বাসিন্দারা