পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দীর্ঘদিনের দাবি। বহুদিনের প্রতীক্ষা। অবশেষে সেটাই সম্পূর্ণ হওয়ার আশা দেখছেন বাসিন্দারা। পূর্ব রেলের বর্ধমান-হাওড়া কর্ড লাইনের সঙ্গে জুড়তে চলেছে বাঁকুড়া-মশাগ্রাম লাইন। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এটা হলে একধাক্কায় অনেকটাই কমে যাবে বাঁকুড়া-কলকাতা যাতায়াতের সময়। পাশাপাশি রেল যোগাযোগ হয়ে গেলে কমে যাবে খরচও। ফলে এই রেল লাইন (Kolkata Bankura Rail) নিয়ে আশায় বুক বাঁধছেন বাঁকুড়ার মানুষ।


কলকাতা-বাঁকুড়া:
কলকাতা (Kolkata) থেকে বাঁকুড়ার (Bankura) যোগাযোগের মাধ্যম বলতে মূলত ছিল বাস। এবার হবে ট্রেনও। কলকাতা এবার বাঁকুড়ার আরও কাছে। জেলা সদর থেকে রাজধানীতে আসতে সময় লাগবে এক ঘণ্টা কম। দীর্ঘ জট কাটিয়ে এবার বাঁকুড়া-মশাগ্রাম রেলপথ যুক্ত হতে চলেছে বর্ধমান-হাওড়া কর্ড লাইনের সঙ্গে।  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি, এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে পুর্ব রেল। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর আশ্বাসের উপর ভর করে স্বপ্ন দেখছেন সাধারণ মানুষও। আশায় বুক বাঁধছে বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অংশের মানুষ। প্রায় এক দশক আগে শুরু হয় বাঁকুড়া-মশাগ্রাম ট্রেন চলাচল। কিন্তু কলকাতার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল না। এখন কলকাতা আসতে গেলে বাঁকুড়া থেকে বাসে করে দুর্গাপুর গিয়ে কলকাতার ট্রেন ধরতে হয়। এছাড়া, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে পুরুলিয়া থেকে কলকাতাগামী ট্রেন ধরতে হয় মশাগ্রামে। সময় লাগে সাড়ে তিন ঘণ্টা। বাঁকুড়ার মানুষের দীর্ঘদিনের দাবি, বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়ার মধ্যে সরাসরি ট্রেন চলাচলের।


তৃণমূলের কটাক্ষ:
সাধারণ মানুষ আশা করলেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবিতে আমল দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল। বাঁকুড়া তালড্যাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, 'কথা বলে হবে না, কাজ চাই। চার বছরের সাংসদ, কাজ করেছে কটা?'


বাঁকুড়া মশাগ্রাম রেলপথের সাথে পুর্ব রেলের বর্ধমান হাওড়া কর্ড লাইন সংযুক্তির কাজ এতদিন আটকে ছিল প্রযুক্তিগত কারণে। বারবার সমীক্ষার পর অবশেষে সম্প্রতি পূর্ব রেল এ ব্যাপারে সবুজ সংকেত দেয়। আর এরপরই চলতি বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবী সব ঠিকঠাক চললে আগামী এক বছরের মধ্যে বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত ছুটবে ট্রেন। সেক্ষেত্রে বাঁকুড়া কলকাতার দূরত্ব যেমন কমবে তেমনই কলকাতা যাতায়াতের ক্ষেত্রে খরচ কমার সম্ভাবনাও রয়েছে। বাঁকুড়ার মানুষের দাবী এরফলে পন্য পরিবহনে বিশেষ সুবিধা হওয়ায় বাঁকুড়ার মানুষের অর্থনৈতিক উন্নয়নে তা বিশেষ কার্যকর হবে। সরাসরি হাওড়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলে, বাঁকুড়া-কলকাতার দূরত্ব যেমন কমবে তেমনি কমবে খরচ। বাঁকুড়ার মানুষের আশা, এর ফলে উন্নত হবে জেলার ব্যবসা-বাণিজ্য।


আরও পড়ুন: থরে থরে সাজানো নোট! ইডির অভিযানে উদ্ধার এত টাকা কার?