সোমনাথ দাস ও সৌমেন চক্রবর্তী: আকাশে দিব্যি চক্কর কাটতে দেখা যাচ্ছিল। তার মধ্যেই হঠাৎ করে বাধল বিপত্তি (Goaltore News) । যুদ্ধবিমান থেকে আচমকা খুলে পড়ে গেল এক্সটারনাল ফুয়েল ট্যাঙ্ক। বিশালাকার ধাতব বস্তু দেখতে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের জঙ্গলে ভিড় জমালেন স্থানীয়রা। চলল ছবি তোলা। যুদ্ধবিমানের যন্ত্রাংশ চাক্ষুষ করতে ভিড় জমে গেল মুহূর্তে। পরে কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটির আধিকারিকরা গিয়ে ফুয়েল ট্যাঙ্কটি সরিয়ে নিয়ে যান (Fighter Jet External Engine)।
ভরদুপুরে আচমকাই বিকট শব্দ। আকাশ থেকে কার্যত খসে পড়ল বিশালাকার ধাতব বস্তু। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur News) গোয়ালতোড়ের শিওড়বনি গ্রাম লাগোয়া জঙ্গলে সেটি ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। দলে দলে লোকজন ছুটে যান জঙ্গলের দিকে। আকাশ থেকে খসে পড়া ওই বস্তুটিকে দেখতে ভিড় জমে যায়।
স্থানীয়দের দাবি, সোমবার দুপুর ২টো নাগাদ বায়ুসেনার একটি যুদ্ধবিমান উড়তে দেখা যায় আকাশে। সেই সময়ই আচমকা বিকট শব্দ শুনতে পাওয়া যায়। তার পরই জঙ্গলে বিশাল ধাতব বস্তুটি পড়ে থাকতে দেখেন সকলে। লোকালয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: Firhad Hakim: অবশেষে হুঁশ ফিরল সরকারের! বেআইনি বাজি কারখানা বন্ধে ক্লাস্টার তৈরির ভাবনা
খবর কানাকানি হতে সময় লাগেনি। খবর পৌঁছয় পুলিশের কাছেও। তড়িঘড়ি এলাকাটি ঘিরে ফেলে গোয়ালতোড় থানার পুলিশ। এই এলাকার কাছেই কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটি। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, মহড়া চলাকালীন কোনওভাবে যুদ্ধবিমানের এক্সটারনাল ফুয়েল ট্যাঙ্কটি পড়ে যায়।
পরে কলাইকুণ্ডা এয়ারবেসের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। জঙ্গল থেকে ভেঙে পড়া এক্সটার্নাল ইঞ্জিনটি সরিয়ে নিয়ে যান তাঁরা। আচমকা কী ভাবে এক্সটারনাল ফুয়েল ট্যাঙ্কটি পড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্য দিকে, এগরা থেকে বজবজ, মাত্র ছ'দিনের মধ্য়ে, রাজ্য়ে বিস্ফোরণে প্রাণ গেল ১৪ জনের। তার মধ্য়েই বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূমের দুবরাজপুর। এগরায় ফের উদ্ধার হল বিস্ফোরক। একের পর এক এসব ঘটনা নিয়ে, চড়া সুরে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পঞ্চায়েত ভোটের আগে কি বারুদের স্তূপে বাংলা, ক্রমশ জোরাল হচ্ছে এই প্রশ্ন। কেলবমাত্র গত ছ'দিনের মধ্য়েই তিনটি জেলায় ঘটেছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, যাতে মৃত্য়ু হয়েছে শিশু, মহিলা-সহ ১৪ জনের।