সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর : কেশপুরের চরকা গ্রামে বোমা-তাণ্ডবের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মহতাজ খান এখনও অধরা। গতকাল এলাকা দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী-বিবাদে হাত উড়ে যায় এক তৃণমূল কর্মীর।


রাতভর তল্লাশি চালিয়ে ওই গ্রাম থেকে উদ্ধার হয় ২৫টি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, গ্রামের জঙ্গল লাগোয়া একটি কালভার্টের নিচে বোমা মজুত করে রাখা ছিল। আজ সকালে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড।


সাঁইথিয়ার পর কেশপুর


প্রসঙ্গত, বীরভূমের সাঁইথিয়ার পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরের চরকা গ্রামে দু’দল গ্রামবাসীর মধ্যে এলাকার দখল নিয়ে সংঘর্ষের জেরে বোমাবাজিতে হাত উড়ে যায় এক তৃণমূলকর্মীর। রফিকুল আলম নামে ওই তৃণমূল কর্মীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। গতকাল রাতেই অপারেশন হয়েছে আহত তৃণমূল কর্মীর হাতে।


মিনাখাঁয় মৃত্যু


সাঁইথিয়া, কেশপুরের পর মিনাখাঁয় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৯ বছরের বালিকার। স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের, গ্রেফতার বাড়িমালিক। গ্রেফতার করা হয়েছে বিস্ফোরণে মৃত নাবালিকার মামা। ধৃত বাড়ি মালিক আবুল হোসেন গায়েন তৃণমূল কর্মী। এলাকায় অপরাধমূলক কাজকর্মের জন্য বোমা মজুত, অভিযোগ স্থানীয়দের। বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ, জানাল পুলিশ । এর আগেও ওই তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, দাবি স্থানীয়দের । 


পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে উদ্বেগ


আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। নির্বাচনের আবহ যত এগিয়ে আসছে, ততই রাজ্যজুড়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে হিংসার আবহ। গোটা বাংলার একাধিক জায়গা থেকে ক্রমাগত উদ্ধার হচ্ছে অস্ত্র, বোমা, কার্তুজ। ডোমকল, দমদম ক্যান্টনমেন্ট বা আমর্হার্স্ট স্ট্রিট, গত কয়েকদিনে একাধিক জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার শাসনের তৃণমূল নেতা সুকুর আলির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সম্প্রতি নাবালকদের ওপর বোমাবাজির ঘটনা ঘটেছে  দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। সেখান থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।  গত ২৯ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার চালানোর অভিযোগ। ডোমকল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ।


আরও পড়ুন- 'বোমা-অস্ত্র এখন কুটির শিল্প', রাজ্যেকে খোঁচা দিলীপের