খড়্গপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে উৎসবের আমেজ বিজেপি-তে (BJP)। সেই আবহেই মোদিরকে প্রশংসায় ভরিয়ে দিলেন দলের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মোদি দুর্নীতি রুখে দেখিয়ে দিয়েছেন, সন্ত্রাস বন্ধ করে দেখিয়ে দিয়েছেন বলে দাবি করলেন। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গেও তুলনা টানলেন মোদির। বোঝালেন দুই রাজনীতিকের মধ্যেকার পার্থক্য।
রবিবার মোদিকে প্রশংসায় ভরিয়ে দেন দিলীপ। দিল্লিতে সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনের প্রসঙ্গ টেনে তাঁকে বলতে শোনা যায়, "দুনিয়ার নেতারা মোদির সঙ্গে হাত মেলাতে ছুটে আসেন। ছুটে ছুটে আসছেন বিশ্বের নানা প্রান্ত থেকে। আজকের ভারত, নতুন ভারত কী, দেখিয়ে দিয়েছেন। সবক'টা নেতার গলায় গামছা দিয়েছেন। গামছা পরিয়েছেন, খাদির কাপড় পরিয়েছেন, যা কিনা গাঁধীজির প্রতীক...সমস্ত নেতাদের খালি পায়ে হাঁটিয়ে রাজঘাটে নিয়ে গিয়ে গাঁধীকে সম্মান জানাতে।"
মমতার সঙ্গে তুলনা টেনে বলেন, "এই হচ্ছেন নরেন্দ্র মোদি। আপনি ছুটে লোকের কাছে যান, আর সারা দুনিয়ার লোক ওঁর কাছে ছুটে আসেন। কোথায় নেতাজি, আর কোথায় পেঁয়াজি। কোথায় মাইকেল, আর কোথায় সাইকেল। এই যে চলছে, তাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে, কে কোথায় রয়েছেন। এর পর লড়তে যাবেন মোদির সঙ্গে?"
আরও পড়ুন: Vishwakarma Yojana: জন্মদিনে বিশ্বকর্মা প্রকল্প মোদির, কেন অনুপস্থিত তৃণমূল সরকার, প্রশ্ন কেন্দ্রের
ক্ষমতায় আসার পর মোদি অসাধ্য সাধন করে দেখিয়েছেন বলেও এদিন দাবি করেন দিলীপ। তাঁর বক্তব্য, "নিঃস্বার্থ ভাবে গরিব মানুষের সেবা করে চলেছেন মোদি। দুর্নীতি বন্ধ করে দেখিয়েছেন। সন্ত্রাস বন্ধ করেছেন। ঠিক করেছেন দেশের আইন-কানুন। কেমন বিশ্বের নেতারা ছুটে ছুটে আসছিলেন ওঁর সঙ্গে হাত মেলাতে!"
এদিন ফের পুলিশকেও নিশানা করেন দিলীপ। পুলিশ সুপারের বাড়ি এবং থানা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন। তাঁর নিশানায় ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার, যিনি আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ছিলেন। ভারতী ঘোষ, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন, খড়গপুরের CME-গেট এলাকায় পুলিশ সুপারের অফিস তৈরি হয়েছিল। ভারতী ঘোষ চলে যাওয়ার পর থেকে বন্ধই ছিল এই অফিস। সম্প্রতি, পুলিশ সুপার ধৃতিমান সরকার সিদ্ধান্ত নেন, মেদিনীপুরের পাশাপাশি খড়গপুরেও তিনি অফিস করবেন।
সেই মতো, খড়গপুরের CME-গেট এলাকার এই অফিস ফের চালু করা হয়েছে। সপ্তাহে তিন-চারদিন, দুপুরের পরে, ওই অফিসেই বসছেন পুলিশ সুপার। আর সেই বিষয়টির সঙ্গে খড়গপুরের প্রেমবাজারের সভা থেকে রাজনীতির যোগসূত্রের অভিযোগে পুলিশকে আক্রমণ করেন দিলীপ ঘোষ।