খড়্গপুর: কুড়মিদের এসটি তালিকায় অন্তর্ভুক্তি ও কুড়মালি ভাষাকে স্বীকৃতির দাবিতে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে শুরু হয়েছে জাতীয় সড়ক অবরোধ (Kurmi Protests)। মঙ্গলবার সকাল ৬টা থেকে অবরুদ্ধ ১৬ নম্বর জাতীয় সড়ক। রাজ্যের তরফে কেন্দ্রের কাছে অবিলম্বে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট বা CRI রিপোর্ট পাঠানোর দাবি জানিয়েছে কুড়মি সমাজ।


অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করে রাখার হুঁশিয়ারি


একই দাবিতে রবিবার তেতে ওঠে খড়গপুরের চামরুসাই (Paschim Medinipur News)। এলাকায় খড়গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মিরা। দাবি মানা না হলে, অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো।


এখনও পর্যন্ত নির্ঘণ্ট ঘোষণা না হলেও, পঞ্চায়েত নির্বাচনের আগে কুড়মিদের বিক্ষোভে তেতে উঠছে জঙ্গলমহল অধ্যুষিত এলাকাগুলি। একাধিক দাবি নিয়ে পথে আদিবাসী কুড়মি সমাজ। অবিলম্বে দাবি না মেটানো হলে, অনির্দিষ্টকালের পথ ও রেল অবরোধের হুঁশিয়ারিও দিয়েছে তারা।


আরও পড়ুন: Sukanta Majumdar : কোন্নগরে তুলকালামের পর আজ শ্রীরামপুরে অবস্থানে বসার হুঁশিয়ারি সুকান্তর


কুড়মি সমাজের দাবি, কুড়মি সম্প্রদায়ের মানুষকে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে। কোড-সহ সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে।কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করতে হবে। তাঁদের অভিযোগ, বিগত ৭৩ বছর ধরে বঞ্চনার শিকার কুড়মি সমাজ। বার বার প্রতিশ্রুতি দেওয়া হলেও, কথা রাখেনি সরকার এবং প্রশাসন। 


তাই নিজেদের দাবি-দাওয়া আদায়ের জন্য পঞ্চায়েত ভোটের আগে সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে এ দিন পথে নামে আদিবাসী কুড়মি সমাজ। সকাল থেকে অবরুদ্ধ হয়ে রয়েছে ১৬ নম্বর জাতীয় সড়ক। রাজ্য সরকারকে অবিলম্বে এ নিয়ে পদক্ষেপ করে হবে বলে দাবি তাদের। সরকার দাবি না মানলে, খুব শীঘ্র অনির্দিষ্টকালের সড়ক ও রেল অবরোধ কর্মসূচি নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। 


কুড়মিদের বিক্ষোভে বার বার তপ্ত হয়ে উঠেছে জঙ্গলমহল


তবে এই প্রথম নয়, কুড়মিদের বিক্ষোভে বার বার তপ্ত হয়ে উঠেছে জঙ্গলমহল। দিন কয়েক আগেই জঙ্গলমহল অধ্যুষিত চার জেলায় পথে নামে আদিবাসী কুড়মি সমাজ। গত শনিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ঘাঘর ঘেরা কর্মসূচির ডাক দেওয়া হয়। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বিভিন্ন রাজ্য ও জাতীয় সড়ক অবরোধ চলে।