অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে। শ্রাদ্ধশান্তির কাজে অংশ নিতে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন আত্মীয়দের। কিন্তু তা করতে গিয়ে নিজেরই বাড়ি ফেরা হল না (Death in Accident)। পথ দুর্ঘটনায় প্রাণ চলে গেল এক ব্যক্তির (Road Accident)। গুরুতর জখম তাঁর ভাইপো। পর পর এই ধাক্কায় শোকগ্রস্ত গোটা পরিবার।


জাতীয় সড়কে দুর্ঘটনা


পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) নারায়ণগড় থানা এলাকার ঘটনা। শনিবার সকালে ডহরপুরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের (National Highway) উপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তিকে রঠ সিংহ বলে শনাক্ত করা গিয়েছে। আহত যুবকের নাম রূপকুমার সিংহ। তাঁরা সম্পর্কে কাকা-ভাইপো।


স্থানী সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রঠ সিংহের বৌদি প্রয়াত হন। তাঁর শ্রাদ্ধশান্তি সংক্রান্ত কাজের প্রস্তুতি শুরু হয়েছে বাডি়তে। সেই উপলক্ষে আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ জানানোর দায়িত্ব কাঁধে পড়ে তাঁর। সেই মতো শনিবার সকালে ভাইপোকে পিছনে বসিয়ে মোটরবাইক চেপে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু নারায়ণগড় থানা এলাকার ডহরপুরের কাছে আচমকাই দ্রুত গতিতে ছুটে আসা একটি পিকআপ ভ্যান পিছন থকে মোটর বাইকটিতে ধাক্কা মারে।


আরও পড়ুন: Murder: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, সন্তানের সামনেই স্ত্রীকে খুন


দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই রঠ সিংহের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গুরুতর আহত তাঁর ভাইপো। এই ঘটনায় সায়িক ভাবে অবরুদ্ধ হয়ে পড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকটি সরিয়ে কোনও রকমে যানজট মুক্ত করে রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক করে তারা।


শ্রাদ্ধের নিমন্ত্রণ করতে গিয়ে ফেরা হল না


রঠ সিংহের মৃতদেহটিও সংগ্রহ করে পুলিশ। সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। চিকিৎসার ব্যবস্থা করা হয় আহত যুবকের। এই ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। একই পরিবারে, মাত্র কয়েক দিনের ব্যবধানে পর পর দুই সদস্যের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ এলাকার মানুষজনও।