নয়া দিল্লি: সম্প্রতি দেশের নানা এলাকা থেকে ইলেকট্রিক স্কুটারে (Electric Scooter) আগুন (Fire) লেগে যাওয়ার খবর আসে। নানা দুর্ঘটনাও ঘটে একাধিক জায়গায়। সেই প্রেক্ষিতেই কেন্দ্র একটি তদন্ত কমিটি বসিয়েছিল। সরকার-গঠিত তদন্ত কমিটির সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়েছেন উৎপাদক সংস্থা এবং ক্রেতারা। দেশের প্রায় সমস্ত বৈদ্যুতিক টু-হুইলাre (2W) আগুনের ঘটনায় ব্যাটারি সেল বা ডিজাইনের সমস্যা খুঁজে পেয়েছে তাঁরা। 


রিপোর্টে কী বলা হয়েছে? 


ওকিনাওয়া অটোটেক, বুম মোটর, পিওর ইভি, জিতেন্দ্র ইভি এবং ওলা ইলেকট্রিকের ই-স্কুটারগুলিতে ইভিতে আগুন এবং ব্যাটারি বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে গত মাসে কমিটি গঠন করা হয়েছিল সরকারের তরফে। বিশেষজ্ঞরা তেলেঙ্গানায় ব্যাটারি বিস্ফোরণ সহ প্রায় সমস্ত ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার জন্য ব্যাটারির ডিজাইনে ত্রুটি খুঁজে পেয়েছেন। 


এও জানা  হয়েছে যে এই সমস্যা মোকাবিলা করার জন্য বিশেষজ্ঞরা এখন ইলেকট্রিক ভেহিকেল নির্মাতাদের সঙ্গে তাদের যানবাহনের ব্যাটারির সমস্যা সমাধানের জন্য পৃথকভাবে কাজ করবেন। তবে প্রাথমিক যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই ফলাফল টু-হুইলার নির্মাতাদের জন্য যথেষ্ট চিন্তার বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 


আরও পড়ুন, ৩০ মিনিটের চার্জে ৫০০ কিলোমিটার, আসছে টাটার নতুন বৈদ্যুতিক গাড়ি


চলতি মাসেই একের পর এক ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। তিনি আরও জানিয়েছিলেন কোন সংস্থার বিরুদ্ধে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আরোপ করা হবে বড়সড় জরিমানা। একই সঙ্গে সব ত্রুটিপূর্ণ যানবাহন প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হবে। কেন্দ্রীর মন্ত্রকের তরফ থেকে ইলেকট্রিক স্কুটার কোম্পানিগুলিকে স্বেচ্ছায় স্কুটার ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রের এই ঘোষণার পরেই বাজার থেকে নিজেদের ইলেকট্রিক স্কুটার ফিরিয়ে নিতে শুরু করেছে Ola Electric, Pure EV ও Okinawa Autotech।


কী ঘটেছিল? 


তেলেঙ্গানার নিজামাবাদে পিওর ইভির তৈরি একটি বৈদ্যুতিক স্কুটারে ব্যাটারি ফেটে আগুন ধরে যায়। যাতে একজন ৮০ বছরের বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। ওকিনাওয়ার তৈরি একটি স্কুটারেও আগুনে ধরে গিয়েছিল। তাতে ১৩ বছরের কিশোরী কন্যা-সহ এক ব্যক্তি সম্পূর্ণ ঝলসে গিয়েছেন।