শালবনি : এবার সাতদিন বাজার বন্ধের হুমকি দিয়ে জঙ্গলমহলে (Junglemahal) মাওবাদীদের নামে পোস্টার পড়ল। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) শালবনির পিড়াকাটা বাজারে মাওবাদীদের নামে একাধিক পোস্টার দেখা যায়। পোস্টারে পিড়াকাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি সাতদিন পিড়াকাটা বাজার বন্ধ রাখার হুমকি দেওয়া হয়েছে। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল বাঁকুড়ার সারেঙ্গা ও রাইপুরের একাধিক জায়গায় মাওবাদীদের নামে পোস্টার দেখা যায়।
গত ১৫ এপ্রিল থেকে জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট । চলছে যৌথ বাহিনীর টহল। ফের জঙ্গলমহলে মাওবাদীদের নামে পোস্টার ঘিরে আতঙ্ক দানা বেঁধেছে। এরই মধ্যে, মঙ্গলবার সকালে বাঁকুড়া রাইপুর ও সারেঙ্গায় মাওবাদীদের নামে পোস্টার দেখতে পাওয়া যায়। পুলিশ ফাঁড়িতে হামলার হুমকি দিয়ে মাওবাদীদের নামে পোস্টার পড়ে জঙ্গলমহলে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাইপুরের খয়েরবনি বাসস্ট্যান্ডের কাছে, ফাঁড়িতে হামলার হুমকি দিয়ে যে পোস্টার পড়ে, সেখান থেকে রাইপুরের বক্সী ফাঁড়ির দূরত্ব মেরেকেটে ৫ কিলোমিটার। তবে কোন ফাঁড়িতে হামলা হবে, তার উল্লেখ অবশ্য পোস্টারে কিছু বলা হয়নি। সম্প্রতি রানিবাঁধের ব্লক সভাপতি-সহ বাঁকুড়ার ৫ তৃণমূল নেতা নিরাপত্তা চেয়ে, পুলিশের কাছে আবেদন জানান। এই প্রেক্ষাপটেই মাওবাদীদের নামে হুমকি পোস্টারে ফের নিশানায় তৃণমূল নেতারা।
আরও পড়ুন ; পুলিশ ফাঁড়িতে হামলার হুমকি, মাওবাদীদের নামে পোস্টার, নবান্নে ৪ রাজ্যের বৈঠক
এই পরিস্থিতিতে মাওবাদী সমস্যা নিয়ে গতকাল নবান্নে চার রাজ্যের বৈঠক হয়। বাংলা ছাড়াও বৈঠকে হাজির হন বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার প্রতিনিধিরা। চার রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব পর্যায়ের আধিকারিকরা। অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ইস্টার্ন জোনাল সিকিওরিটি কাউন্সিলের বৈঠকে আলোচনা হয় বলে খবর সূত্রের। এই পরিস্থিতিতে আজ নবান্ন থেকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মাওবাদীদের নামে পোস্টার লাগিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। কেন বলা হচ্ছে না, বিষয়টি সত্যি নয়। বেলপাহাড়ির সীমানা দিয়ে কেউ কেউ ঝাড়খণ্ড থেকে ঢুকছে।
এই পরিস্থিতিতে আজ নবান্ন থেকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,
মাওবাদীদের নামে পোস্টার লাগিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। কেন বলা হচ্ছে না, বিষয়টি সত্যি নয়। বেলপাহাড়ির সীমানা দিয়ে কেউ কেউ ঝাড়খণ্ড থেকে ঢুকছে।