হাওড়া: হিন্দি বলয়ের একাধিক রাজ্য তো রয়েইছে, সাম্প্রদায়িক হিংসা থেকে বাদ যায়নি রাজধানী দিল্লিও। বাংলায় যাতে তার আঁচ মনা পড়ে তা নিয়ে পুলিশ-প্রশাসনকে সতর্ক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিলেন, বাংলায় কোনও রকম সাম্প্রদায়িক দাঙ্গা (Communal Riots) হতে দেওয়া যাবে না। তাতে উস্কানি জোগাতে কেউ যদি সাম্প্রদায়িক ভাষণ (Communal Speech) দেন, তিনি যত বড় নেতাই হোন না কেন, কড়া পদক্ষেপ করতে হবে। মমতা জানিয়েছেন, তিনি নিজেও যদি অভিযুক্ত হন, তাহলে তাঁকেও যেন ছেড়ে কথা না বলে পুলিশ। বরং উদাহৎফণ তৈরি করতে তাঁকে দিয়েই শুরু করা যেতে পারে বলে পুলিশকে জানান মমতা। 


নবান্ন থেকে সাম্প্রদায়িক ভাষণ নিয়ে কড়া বার্তা মমতার


বুধবার নবান্নে (Nabanna) প্রশাসনিক বৈঠক করেন মমতা। কোন জেলার কী অবস্থা, সেই নিয়ে খোঁজ-খবর নেন। তা করতে গিয়েই সাম্প্রদায়িক হিংসার কথা উঠে আসে তাঁর মুখে। মমতা বলেন, "পুলিশ-প্রশাসনিক আধিকারিকদের বেশি করে ফিল্ড ভিজিট করতে হবে। সামনে ইদ আসছে। এই সময় সাম্প্রদায়িক দলগুলি নানারকম কাণ্ড-কারখানা করে।  এখন আবার সিপিএম-ও যোগ হয়েছে। এ এক সম্প্রদায়কে নিয়ে করছে, ও আর এক সম্প্রদায়কে নিয়ে করছে। দুই সম্প্রদায়ের মধ্যে ঢুকে পড়ে পরস্পরের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে।"


আরও পড়ুন: Narendra Modi: তেলের দাম না কমানোয় সমালোচনা, প্রধানমন্ত্রীকে 'প্রতিহিংসাপরায়ণ' বললেন তৃণমূল সাংসদ।Bangla News


সেই নিয়েই পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন মমতা। তিনি বলেন, "কোনও রকম সাম্প্রদায়িক দাঙ্গা যেন না হয়। কেউ যেন সাম্প্রদায়িক ভাষণ দিতে না পারে। যেই দিক না কেন, আমিও যদি দিই, আমার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য তোমাদের বলে রাখছি আমি। আমাকে দিয়েই শুরু কর। সাম্প্রদায়িক ভাষণকে কোনও ভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। এটা মাথায় মাথায় রাখতে হবে।"


বাংলায় গণতন্ত্র রয়েছে বলেই অভিযোগ জমা পড়ে, অন্যত্র হয় না বলে দাবি মমতার


এ দিন মমতা আরও জানান যে, উত্তরপ্রদেশের চেয়ে বাংলায় গণতন্ত্র সুস্থ ভাবে কায়েম রয়েছে বলেই এখানে থানায় ডায়েরি হয়, অভিযোগ জমা পড়ে। উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থানে অভিযোগ দায়ের করতেই দেওয়া হয় না। ক'দিন আগে মধ্যপ্রদেশে উলঙ্গ করে জেলে ঢোকানোর বিষয়টিও তাঁর চোখে পড়েছেন বলে জানান মমতা। তাঁর কথায়, "এ সব কেলেঙ্কারির ঘটনা। আমরা করি না এসব।"