বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: জানালা ভেঙে বাড়িতে ঢুকে গুলি চালাল এক প্রতিবেশী। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার খড়গপুর (Kharagpur) টাউন থানার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের বাংলো সাইড এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।


প্রতিবেশীকে গুলি আর এক প্রতিবেশীর-


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় হাওয়াতে একটি মোটর সাইকেল পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের বাংলো সাইড এলাকার বাসিন্দা সুনীল গুপ্তার পরিবারের সঙ্গে তাঁর প্রতিবেশী ছোটু সিংহর পরিবারের গোলমাল তৈরি হয়। দুই পরিবারের মধ্যে তুমুল বচসা হয়। খড়গপুর টাউন থানায় দুই পরিবারই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানায়। সুনীল গুপ্তার পরিবার অভিযোগ জানিয়েছে যে, গতকাল প্রায় রাত আড়াইটে নাগাদ হঠাৎ প্রতিবেশী ছোটু সিংহ সহ প্রায় ৪০ জন তাঁদের বাড়ির জানালা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। আর ঢুকে পড়েই সুনীল গুপ্তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে অভিযুক্ত। তার মধ্যে একটি গুলি গিয়ে লাগে বাড়ির দেওয়ালে। কিন্তু বাকি চারটে গুলিই লাগে সুনীল গুপ্তার। শুধু গুলি করাই নয়, আহতর পরিবারের সদস্যদেরকেও মারধরের অভিযোগ উঠেছে ছোটু সিংহের বিরুদ্ধে।


আরও পড়ুন - Paschim Medinipur News: দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ, ইস্তফা খড়গপুর হাসপাতালের আধিকারিকের


জানা গিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় সুনীল গুপ্তাকে দ্রুত খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকরা তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। গুরুতর আহত অবস্থায় সেখানেই এখন তিনি চিকিৎসাধীন রয়েছেন। খড়গপুর টাউন থানার (Kharagpur Police Station) পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দুই প্রতিবেশীর মধ্যে বচসার ফলে গুলি ছোঁড়ার কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।