অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: তালা গ্রামে রেশনের দুর্নীতির অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। তালা গ্রামে আজ সকালে এই অভিযোগ ওঠে। রেশন ডিলার কানাই দাস ইঞ্জিন চালিত রিক্সা করে রেশনের গম পাচার করছিলেন, এমনটাই অভিযোগ। সেই সময় গ্রামবাসীরা ইঞ্জিন চালিত রিক্সাটিকে আটক করে।
স্থানীয়রা জানিয়েছেন সন্দেহ হতেই বস্তা খুলে দেখতে পান গরিব মানুষদের বিনামূল্যে রেশনের গম রিকশাতে করে বিক্রি করছে রেশন ডিলার। এরপরই গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। যদিও এ নিয়ে রেশন ডিলার রেশন দ্রব্য বিক্রি করার কথা পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এবারে রেশনের মাল এসেছিল সাড়ে পাঁচ কুইন্টাল মাল কম ছিল বস্তা ফাটার কারণে। আর সেই সমস্ত ফাটা বস্তার মাল তিনি চেঞ্জ করার জন্য পাঠিয়েছিলেন।
কয়েকদিন আগেই কালিয়াচক থানার সুলতানগঞ্জে হানা দিয়ে প্রচুর পরিমাণে রেশনের আটা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার যুব তৃণমূল নেতা সুশান্ত চৌধুরী দাদা বিকাশ চৌধুরী। গোটা ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক থানা এলাকায়।
বুধবার গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজার এবং বৈষ্ণব নগরে খাদ্য দফতরের কর্মীদের নিয়ে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়েই দুই লরি ভর্তি রেশনের আটা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয় চার জনকে।
তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ খবর পায় কালিয়াচক থানার সুলতানগঞ্জে একটি গোডাউনে প্রচুর পরিমাণে রেশনের আটা মজুদ করা আছে। বৃহস্পতিবার বিকেলে সেই গোডাউনে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় প্রায় ৭ টন আটা। এই ঘটনায় সুশান্ত চৌধুরী দাদা বিকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনিস সরকার জানিয়েছেন, এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ। কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সামিজুদ্দিন আহমেদ বলেন, "কেউ বেআইনি কাজে যুক্ত থাকলে দল পাশে দাঁড়াবে না। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।" এদিকে, তৃণমূলের এই মন্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি।