টোকিও: প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতেছেন সুমিত। শুধু তাইই নয়, রেকর্ড গড়ে জ্যাভলিনে সোনা জিতেছেন এই প্য়ারা অ্যাথলিট। তবে নিজের পারফরম্যান্সে এখনও সন্তুষ্ট নন সুমিত। সোমবার ৬৮.৫৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছেন সুমিত। তবে ৭০ মিটার দূরত্ব অতিক্রম করাই লক্ষ্য এই প্যারা অ্যাথলিটের।
পদক জয়ের পর সুমিত বলেন, 'আমি ৭০ মিটার দূরত্ব অতিক্রম করতে চেয়েছিলাম। আশা করেছিলাম ৭৫ মিটার দূরত্ব অতিক্রম করতে পারব। এটা আমার সেরা পারফরম্যান্স নয়। তবে আমি রেকর্ড ভাঙতে পেরে ভীষণ খুশি।' সুমিত আরও বলেন, 'একটা বিষয় আমি নিশ্চিত বলতে পারি যে, পরের টুর্নামেন্টে বা চ্যাম্পিয়নশিপে আমি আরও ভাল পারফর্ম করতে পারব।'
টোকিও প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জেতেন ভারতের এই প্যারা অ্যাথলিট।পুরুষদের জ্যাভলিনে এফ-৬৪ ইভেন্টে সোনা জিতলেন সুমিত আন্টিল। ৬৮.৫৫ মিটার ছুড়ে বিশ্বরেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা জিতলেন সুমিত। এই নিয়ে প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা জয় ভারতের। সোনা জয়ের পর সুমিতকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন রাহুল গাঁধীও।
ফাইনালের মঞ্চে সুমিত চোখ ধাঁধানো পারফরম্যান্স মেলে ধরেছে। ফাইনালে তিনটি বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি। প্রথম থ্রো-তে ৬৬.৯৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়ে কার্যত সোনাজয় নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। দ্বিতীয়বার ছোড়ার সময় নিজের সদ্য তৈরি বিশ্বরেকর্ডকেই আরও একটু উন্নীত করেন তিনি। আর তৃতীয়বার ছোড়ার সময় ৬৮.৫৫ মিটার জ্যাভলিন ছুড়ে নতুন বিশ্বরেকর্ড তৈরি করে সোনা জেতেন সুমিত। জ্যাভলিনে প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত ৩টি পদক জিতেছে ভারত।
সোমবার সকালেই প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে সোনা জিতে ইতিহাস গড়েন অবনী লেখারা। মহিলা শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে ২৪৯.৬ স্কোর করে বিশ্বরেকর্ড করেন অবনী। ইউক্রেনের ইরিনা শেটনিকের সঙ্গে যুগ্মভাবে এই বিশ্বরেকর্ড। যোগ্যতা অর্জন পর্বে সাত নম্বরে শেষ করেছিলেন। তারপর দুরন্ত কামব্যাক করে ফাইনালে বাজিমাত অবনীর।