সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীবিবাদ (TMC Rift)। খড়গপুরের পর মেদিনীপুর পুরসভা (Medinipore Municipaty)। পুর চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ । অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চিঠি তৃণমূলের ১১ জন কাউন্সিলরের। মেদিনীপুর পুরসভায় মোট ২৫ জন কাউন্সিলর রয়েছেন, যার মধ্যে ২০ জনই তৃণমূলের।
অভিযোগকারীর তালিকায় রয়েছেন তৃণমূলের শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডবও। যে বিষয়ে নিয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু অবশ্য বলতে চাননি। তবে বিভিন্ন সূত্র মারফত খবর, বিক্ষুব্ধদের তালিকায় সই করেছেন তৃণমূলের শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। দলের কাউন্সিলরদের একাংশের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। জেলা নেতৃত্বকে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। 'দলের নির্দেশ মেনে কাজ করছেন, কারও সম্পর্কে তাঁর কিছু বলার নেই', জানিয়েছেন পুর চেয়ারম্যান সৌমেন খান।
প্রসঙ্গত, দফায় দফায় নাটকের পর শেষমেশ খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের পদত্যাগপত্র গৃহিত হয়। দলের ২৫ জন কাউন্সিলরের মধ্যে ১৮ জন কাউন্সিলর চেয়ারম্যান প্রদীপ সরকারের কাজকর্ম ও ব্যবহারে বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে সরাসরি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত জানিয়েছিলেন। নিজেদের মধ্যে একের পর এক বৈঠক সেরেছেন। এমনকি, বুধবার দুপুরে নিজেদের সিদ্ধান্ত বা অভিযোগ জানাতে ১৮ জন কাউন্সিলর-ই সশরীরে পৌঁছে গিয়েছিলেন মেদিনীপুরে জেলা সভাপতি সুজয় হাজরা 'র অফিসে। আর এরপরই, বুধবার সন্ধ্যায় প্রদীপের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ল খড়্গপুর টাউন থানায়।
পৌর প্রধানের উপর ক্ষুব্ধ খড়গপুর পৌরসভার একুশ জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। খড়গপুর পৌরসভায়২৫ জন তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) মধ্যে ২১ জন কাউন্সিলর পৌর প্রধান প্রদীপ সরকারের উপর ক্ষুব্ধ। তারা পৌর প্রধানকে সরানোর আর্জি নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ট্রেড লাইসেন্সের সিআইসি সি.এইচ বিষ্ণু প্রসাদ।
আরও পড়ুন- জেলাশাসকই ঝালদা পুরসভার দায়িত্বে, ডিভিশন বেঞ্চের রায়ে অস্বস্তি কংগ্রেসের