সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: তোলা দিতে অস্বীকার! তাই, সম্পত্তি বিক্রিতে বাধা দিচ্ছেন খোদ তৃণমূল নেতা! এমনই অভিযোগ তুলেছেন সবংয়ের এক ব্যক্তি। এনিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও অভিযোগ মানে নারাজ তৃণমূল নেতা।


কী অভিযোগ?
১ লক্ষ টাকা তোলা না দেওয়ায় এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি বিক্রিতে বাধা দিয়েছেন খোদ তৃণমূল (TMC) নেতা! পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দণ্ডরা গ্রামে উঠল এমনই চাঞ্চল্যকর অভিযোগ। জমির মালিকের দাবি, সম্পত্তি বিক্রির জন্য এক ক্রেতার সঙ্গে তাঁর চুক্তি পাকা হয়ে যায়। এরপরই স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি ১ লক্ষ টাকা তোলা চান। অভিযোগ, সেই টাকা না দেওয়ায়, জমি বিক্রি করতে দিচ্ছেন না তৃণমূলের অঞ্চল সভাপতি। সবং (Sabang) থানায় অভিযোগ জানানোর পাশাপাশি, মুখ্যমন্ত্রীর কাছেও নালিশ জানিয়েছেন জমির মালিক। অভিযোগকারী মহম্মদ আলি জিন্নাহ বলেন, 'দন্ডরা গ্রামে আব্দুল কাহারকে বিক্রি করার জন্য কথাবার্তা ফাইনাল হওয়ার পরে, ৫০০০ টাকা অ্য়াডভান্স করা হয়। কিন্তু তারপর স্থানীয় তৃণমূল নেতৃত্ব কাহারকে জানিয়ে দেয়, জিন্নাহ ১ লক্ষ টাকা তাদের না দিলে জিন্নার জমি বিক্রি করতে তাঁরা দেবে না। যার জেরে আব্দুল কাহার আর কেনার ক্ষেত্রে উৎসাহ দেখায়নি।' জমির ক্রেতা আব্দুল কাহারও একই কথা জানিয়েছেন। শুধু জমি বিক্রিতে বাধা দেওয়াই নয়, জমি না কেনার জন্য ক্রেতাকেও, চাপ দেওয়া হয় বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অভিযুক্ত অঞ্চল সভাপতি আজাদ আলি।


বিজেপির কটাক্ষ:
গোটা ঘটনায় তৃণমূলের দিকে তোপ দেগেছে বিজেপি। রাজ্য সহ সভাপতি সমিতকুমার দাশ বলেন, 'তৃণমূলের এখন এমন অবস্থা, যে বিবাহযোগ্য মেয়েকে বিয়ে দিতে গেলেও তোলা দিতে হবে।'


অভিযোগ অস্বীকার:
অভিযোগ অস্বীকার করেছেন  সবংয়ের তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়া বলেন, 'এরকম কোনও ঘটনা ঘটেনি। তবুও কোনও অভিযোগ হলে নিশচয়ই দেখব। কিন্তু অভিযোগ করার জন্য যদি অভিযোগ হয়, তাহল কিছু করার নেই।'


সবং থানার ওসি জানিয়েছেন, অভিযোগ দায়ের করা হলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে। 


আরও পড়ুন: দক্ষিণবঙ্গে কবে বর্ষা, জানিয়ে দিল আবহাওয়া দফতর