সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: শ্যামনগরের (Shyamnagar) পর এবার ব্যারাকপুর (Barracpore) । ফের বিজেপির (BJP) সাংগঠনিক জেলা সভাপতির নামে অর্জুন সিংয়ের (Arjun Singh) এজেন্ট বলে ব্যানার দেওয়াকে ঘিরে চাঞ্চল্য! যদিও এই ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি (BJP) । অভিযোগ অস্বীকার করেছে শাসকদল (TMC) ।


চরবৃত্তি নিয়ে সম্প্রতি চরমে উঠেছে তৃণমূল(TMC)-বিজেপির (BJP) বাগ্‍যুদ্ধ! এই প্রেক্ষাপটে বিজেপির (BJP) ব্যারাকপুর (Barracpore) সাংগঠনিক জেলার সভাপতিকে অর্জুন সিংয়ের (Arjun Singh) এজেন্ট বলে ব্যানার দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল !


মোদি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে এদিন ব্যারাকপুরে (Barracpore) কর্মসূচি ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ।  তার আগে ওয়্যারলেস মোড়ে দেওয়া এই ব্যানারে লেখা হয়েছে, অর্জুনের এজেন্ট জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে সরাতে হবে । 


ব্যানারের নীচে লেখা রয়েছে, বিজেপি (BJP) জিন্দাবাদ । গত ২২ মে, কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তৃণমূলে যোগদান করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh) । তার তিন দিন পর শ্যামনগরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কর্মসূচির আগেও একই ধরনের ব্যানার দেওয়া হয়েছিল শ্যামনগর স্টেশনের কাছে । 


আরও পড়ুন: Ambulance Accident: অ্যাম্বুল্যান্সে ধাক্কা বেপরোয়া বাসের, মৃত্যু রোগীর এক আত্মীয়র


তার কয়েকদিনের মধ্যে একইরকমের ঘটনা ঘটল ব্যারাকপুরে (Barracpore)! হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) কথায়, কারা পোস্টার দিচ্ছে জানিনা। তৃনমূলের পক্ষ থেকে এসব করা হচ্ছে। বাইরে থেকে কে কী পোস্টার লাগালো তাতে কিছু যায় আসেনা। আমাদের দল তার নিজস্ব নিয়মে চলবে।


মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও উপপ্রধান নির্মল করের কথায়, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। মারামারি। আমরা ওসব নিয়ে ভাবছি না, তৃণমূলের খেয়েদেয়ে কাজ নেই। সব মিলিয়ে রাজ্য সভাপতির কর্মসূচির আগে এ ধরনের ব্যানার নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির (BJP)।