সোমনাথ দাস, গড়বেতা : মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু দুই জনের। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার গড়বেতা (Garbeta) ২ নম্বর ব্লকের ১০ নম্বর জোকার ডাঙা অঞ্চলের ঘটনা। মৃতদের নাম বিমল মান্ডি (৪৭) ও গৌতম নন্দী (৩৮)। বিমল বাবু জংলাবাদী এলাকার বাসিন্দা ও গৌতমবাবুর বাড়ি সীতারামপুর এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ৩ টে নাগ মাঠে ধান লাগানোর কাজ চলছিল। সেই সময় হঠাৎই বাজ পড়ে মৃত্যু হয় এই দুই জনের। সচেতনতার অভাবে ফি বছরই এই গ্রামে এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে। ২০২২ সালে এরকমই এক সময়ে মাঠে ধান লাগানোর কাজে ব্যস্ত ছিলেন স্বামী-স্ত্রী। বজ্রাঘাতে মৃত্যু হয় দু'জনের। এই গ্রামে বারে বারে বজ্রাঘাতে চাষি-মৃত্যুর ঘটনা দেখা যাচ্ছে।
গত সপ্তাহেই চাষের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হন এক মহিলা। পুরুলিয়ার (Purulia) বাঘমুন্ডি ব্লকের টিকরটাঁড় গ্রামের ঘটনা। বজ্রপাতে আহত মহিলার নাম রমণী মুর্মু । বাড়ি টিকরটাঁড় গ্রামেই। এদিন ওই গ্রামের অদূরে ধান জমিতে চাষিদের সঙ্গে সেই মহিলাও চাষ করছিলেন। দুপুরে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলে বজ্রপাত শুরু হয়। দুপুর দুটো নাগাদ ওই মহিলা আহত হন বজ্রপাতে। পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা হয় ওই মহিলার।
দিনকয়েক আগে পুরুলিয়াতেই বজ্রপাতে মৃত্যু হয় দু'জনের। মফঃস্বল থানার পলাশকলা গ্রামের বাসিন্দা, চব্বিশ বছরের অরূপ পুকুরে গিয়েছিলেন। সেই সময় তাঁর উপর বজ্রপাত হয়। পলকের মধ্যে সংজ্ঞা হারান তিনি। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘক্ষণ সেখানেই পড়েছিলেন অরূপ। পরে পরিবারের লোকজন যুবককে উদ্ধার করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যান। ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। হাসপাতালের চিকিৎসকরা তখনই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্য দিকে, একই দিনে, সন্ধ্যা ৬টা নাগাদ মফঃস্বল থানার ছররা গ্রামের বাসিন্দা তারক মাঝি চাষের জমিতে বৃষ্টির জল ধরে রাখার জন্য মাঠে গিয়েছিলেন। ঠিক সেই সময়ই বিপত্তি। অরূপের মতোই তাঁর উপর বজ্রপাতের ঘটনা ঘটার পর দীর্ঘ ঘণ্টাচারেক ওভাবে পড়েছিলেন তারক। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার করেন। হাসপাতালেও নিয়ে আসা হয়েছিল তারককে। কিন্তু চিকিৎসার কোনও সময়ই ছিল না। হাসপাতালে আনার পর পরই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।