বিশ্বজিৎ দাস, খড়গপুর (পশ্চিম মেদিনীপুর) : প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে রাস্তা না হওয়ায়, চাঁদা তুলে নিজেরাই সংস্কারের কাজ শুরু করলেন গ্রামবাসী। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) খড়গপুরের (Kharagpur) ঘটনা। তৃণমূল পরিচালিত জেলা পরিষদের ঘাড়ে দায় ঠেলেছেন বিজেপির (BJP) পঞ্চায়েত প্রধান। অন্যদিকে, দ্রুত রাস্তা তৈরির আশ্বাস দিয়েছে জেলা পরিষদ।


বোর্ডে লেখা, রাস্তার কাজ সম্পূর্ণ। কিন্তু বাস্তবে ছবিটা পুরো উল্টো। অভিযোগ, বছর চারেক কেটে গেলেও, রাস্তা তৈরি হয়নি। তাই চাঁদা তুলে মেরামতির কাজ শুরু করেছেন গ্রামবাসীই। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ২ নম্বর ব্লকের সাঁকোয়া ফতেচক এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নিয়ে বিস্তর অভিযোগ স্থানীয়দের। 


ভোগান্তি চরমে-


বোর্ডে লেখা, ২০১৮-য় শুরু হয়ে ২০২০-তে শেষ হয়েছে ৩ কিলোমিটার রাস্তা তৈরির কাজ। খরচ হয়েছে ১ কোটি ৬৩ লক্ষ ৭৬ হাজার টাকা। গ্রামবাসীর অভিযোগ, গত ১৫ বছরে রাস্তা মেরামতির কাজে হাতই পড়েনি। ভোগান্তি চরমে উঠেছে। 


খড়গপুর সাঁকোয়া ফতেচকের বাসিন্দা শেখ আলিম বলেন, রাস্তায় বড় বড় গর্ত, জল জমে থাকে।


শেখ সাগর আলি নামে অপর এক বাসিন্দা জানান, হাঁটা যাচ্ছে না। বাধ্য হয়ে টাকা খরচ করে মেরামত করছি। প্রশাসন বলছে রাস্তা হয়ে গেছে।


রাস্তা তৈরি নিয়ে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। সাঁকোয়া গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিজেপি নেত্রী তাপসী জানা বলেন, ঠিকাদারের ভুল। জেলা পরিষদ করতে পারে...আমাদের পক্ষে এত খরচ সম্ভব নয়।


যদিও জেলা পরিষদের দাবি, রাস্তা হয়েছিল, তা নষ্ট হয়ে গেছে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা নির্মল ঘোষ বলেন, বন্যা, বৃষ্টিতে রাস্তা নষ্ট হয়ে গেছে। টেন্ডার হয়ে গেছে, হয়ে যাবে।


এই পরিস্থিতিতে ব্লক প্রশাসন জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। 


প্রসঙ্গত, রাজ্যের পর্যটকদের কাছে অন্যতম সেরা গন্তব্যস্থল বালিসাই-তাজপুরের (Tajpur) রাস্তার বেহাল দশা নিয়ে সম্প্রতি সরব হন স্থানীয় বাসিন্দা ও অটো ইউনিয়নের সদস্যরা। অবিলম্বে বেহাল পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কারের (Road Repair) দাবি তোলেন তাঁরা। রাস্তা খারাপ থাকায় বেজায় সমস্যায় পড়েন পর্যটক থেকে শুরু করে পথচলতি মানুষ। এই পরিস্থিতিতে তাজপুর গ্রামবাসী ও অটো ইউনিয়নের পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়।


আরও পড়ুন ; আইআইটি ছাত্রের পচাগলা দেহ উদ্ধার, ‘আমার ছেলেই নয়’, শনাক্তকরণে গিয়ে দাবি বাবার