অমিত জানা বেলদা: দীর্ঘ ৬০ ঘন্টা নিখোঁজ থাকার পর অবশেষে বুধবার সন্ধ্যায় বেলদা স্টেশন চত্বর থেকে ফের গ্রেফতার হল বেলদা থানা থেকে পলাতক আসামি। 


ঠিক কী ঘটেছে? 


প্রসঙ্গত, গত বেশ কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা বাজার এলাকায় এক ব্যবসায়ীর গোডাউন থেকে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরির ঘটনা ঘটে। তারপরেই ওই গোডাউনের মালিক বেলদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে বেলদা থানার পুলিশ আধিকারিকরা। তদন্তে নেমে গোডাউনের পাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কেশিয়াড়ি থানা এলাকা রবিবার যুবকে গ্রেফতার করে। ধৃত ওই যুবকের নাম সোমনাথ ঘোড়াই (গেড়ুকে)। ওই যুবককে দাঁতন আদালতে তোলা হয়।                                                         


তারপর আদালত থেকে দুইদিনের জন্য ধৃত ওই যুবকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। জানা যায়, থানার ভিতরে ধৃত সোমনাথকে পাশে বসিয়ে পুলিশ আধিকারিকরা জেরা শুরু করে। সোমবার জেরার সময় ওই যুবক পুলিশের আচমকাই হাত ছাড়িয়ে পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যও ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়।              


আরও পড়ুন, হাথরস-লখিমপুরে বিজেপির জয়জয়কার, পদ্মেই আস্থা দুই 'বিতর্কিত' এলাকার


খবর পেয়েই থানায় পৌঁছায় বেলদা মহকুমা পুলিশ আধিকারিক সামীম বিশ্বাস। তিনি পুরো বিষয়টির তদন্ত শুরু করেন। ঘটনার দিন থেকে আসামির খোঁজে এলাকা জুড়ে জোরদার তল্লাশি অভিযান চালায় বেলদা থানার পুলিশ আধিকারিকরা। অবশেষে দীর্ঘ ৬০ ঘন্টা পর অভিযুক্ত ওই যুবককে ফের গ্রেফতার করল বেলদা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বেলদা স্টেশন চত্বর থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। এই ঘটনায় স্বস্তি নেমেছে এলাকাতেও।