নয়াদিল্লি: “উত্তরপ্রদেশে নতুন ইতিহাস তৈরি করতে চলেছে।‘’ উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়ে মন্তব্য বিজেপির। শীর্ষ নেতৃত্বের বক্তব্য, সাম্প্রতিক ট্রেন্ড দেখে বোঝা যাচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যে প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মডেল জিতবে এবং নতুন ইতিহাস তৈরি করবে।
বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর কথায়, "নরেন্দ্র মোদি নীতির উপর ভরসা রেখেছে সাধারণ মানুষ। ত্রিবেদী বলেন, উত্তরপ্রদেশে ৩০০-র কাছাকাছি আসনে জিতবে বিজেপি। যা থেকে পরিষ্কার নতুন ইতিহাস তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশে। দেশের মধ্যে সবচেয়ে বড় এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে। এই প্রথম এই রাজ্যে দ্বিতীয়বার কেউ মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন।''
বেশ কয়েকজন বিজেপি নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কল্যাণমূলক নীতি বাস্তবায়ন এবং দক্ষ প্রশাসনের প্রশংসা করেছেন। একইসঙ্গে গোয়া এবং মণিপুরের সাফল্যেও ট্যুইট করেছেন একাধিক বিজেপি নেতা। বিজেপি নেতা তেজস্বী সূর্য ট্যুইটে লিখেছেন, 'নীরব বিজেপি ভোটাররা ভোটের বাক্সে জোরাল বার্তা দিয়ে গেলেন।''
উত্তরপ্রদেশে ২৬০-টির বেশি আসনে এগিয়ে বিজেপি। সমাজবাদী পার্টি ১২০-টির বেশি আসনে এগিয়ে। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার ২০২। গণধর্ষণকাণ্ডে উত্তপ্ত হাথরস ও কৃষক মৃত্যুতে উত্তপ্ত লখিমপুর খেরিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস ৬ ও বহুজন সমাজ পার্টি ৬টি আসনে এগিয়ে। গোরক্ষপুর সদর আসনে যোগী আদিত্যনাথ ও কারহাল আসনে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। পশ্চিম উত্তরপ্রদেশের আগরা বাদে সবকটি আসনেই ভাল লড়াই করছে সমাজবাদী পার্টি।
গোয়ায় ফের সরকার গড়তে চলেছে বিজেপি। ৪০টির মধ্যে তারা ১৯টি আসনে এগিয়ে। কংগ্রেস ১২ ও আপ ২টি আসনে এগিয়ে। গোয়ায় ম্যাজিক ফিগার ২১। গোয়ায় প্রথমবার ভোটে লড়ে খাতা খুলতে পারেনি তৃণমূল। যদিও তাদের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ৩টি আসনে এগিয়ে। পানাজি আসনে পরাজিত উৎপল পর্রীকর। বিজেপি টিকিট না দেওয়ায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল এবার নির্দল হয়ে লড়েন।
৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপি এগিয়ে ৪১টি আসনে। কংগ্রেস ২৫টি আসনে এগিয়ে রয়েছে। নির্দলরা এগিয়ে ৪টি আসনে। বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও কংগ্রেসের হরিশ রাওয়াত নিজেদের কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। উত্তরাখণ্ডে ম্যাজিক ফিগার ৩৬। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও মণিপুরে সরকার গড়ার পথে বিজেপি। ৬০ আসনের মণিপুর বিধানসভায় বিজেপি ২৮ ও কংগ্রেস ৯, এনটিপি ১০ ও এনপিএফ ৫ ও নির্দলরা ৮টি আসনে এগিয়ে। মণিপুরে ম্যাজিক ফিগার ৩১।
পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। সেখানে আম আদমি পার্টির জয়জয়কার। আপ একাই পেয়েছে ৯০টি আসন। ম্যাজিক ফিগার ৫৯। কংগ্রেস ১৮, শিরোমণি অকালি দল ৬, বিজেপি ২টি আসনে এগিয়ে রয়েছে। চমকৌর সাহিব ও ভাদৌর এই দুটি কেন্দ্রেই পিছিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, অমৃতসর পূর্ব কেন্দ্রে পিছিয়ে নভজ্যোৎ সিং সিধু। পাটিয়ালা কেন্দ্রে পরাজিত প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।