সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ঘাটাল (Ghatal) থেকে ফের তৃণমূলের হয় ভোটে লড়বেন তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব (Dev)। বৃহস্পতিবার তার আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ধূপ কারখানা পরিদর্শন করলেন ঘাটালের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী। কারখানা চালু করতে সবরকমের প্রশাসনিক সাহায্য় ও চালু না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার আশ্বাস দেন তিনি। 


ঘাটালে ভোটের প্রচারে দেব, করলেন দাসপুরে ভস্মীভূত কারখানা পরিদর্শন


মঙ্গলবার রাতে লাগা আগুন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জ্বলেছে। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও দাসপুরের রসিকগঞ্জের ওই ধূপ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবীকা অনিশ্চিত হয়ে পড়েছে শ্রমিকদের। এই পরিস্থিতিতে এদিন ভস্মীভূত কারখানা পরিদর্শন করেন ঘাটালের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী দেব। অগ্নিকাণ্ডের পরেই সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এদিন ভস্মীভূত কারখানা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সঙ্গে কথা বলেন দেব।

দেব এদিন ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের বলেন, 'কাল সকালে যখন আগুন লেগেছে তখন থেকেই আমি দিদির সঙ্গে ও অভিষেকের সঙ্গে যোগাযোগে ছিলাম। আমরা তো কেউ জানি না কীভাবে আগুনটা লাগল। সেটার তদন্ত হবে।'

কারখানা দ্রুত চালু করতে প্রশাসনিক সাহায্য়ের আশ্বাসও দিলেন ঘাটালের সাংসদ ও তৃণমূল প্রার্থী। এই ফ্যাক্টরিটা যেন দ্রুত পুরো দমে শুরু হতে পারে সেটার ক্ষেত্রে যতরকমের প্রশাসনিক সাহায্য লাগবে তা প্রশাসন করবে। যতদিন না ফ্যাক্টরি চালু হচ্ছে, প্রত্যেক ক্ষতিগ্রস্ত কর্মীদের আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। 

দাসপুরের ভস্মীভূত ধূপ কারখানায় গিয়ে প্রশাসনিক সাহায্য় ও শ্রমিকদের অর্থ সাহায্য়ের আশ্বাস দিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলের দিকে ঘাটালে প্রচারে নামেন দেব। হাতে দলীয় পতাকা নিয়ে, কর্মী সমর্থকদের সঙ্গে করে, সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ঠেলে তাঁকে এগিয়ে যেতে দেখা যায়। প্রিয় তারকাকে দেখতে জনস্রোত বয়ে যায়।


আরও পড়ুন: Salman Khan: কিরণ রাওয়ের 'লাপতা লেডিজ'-এর ভূয়সী প্রশংসা করতে গিয়ে 'ভুল' করে ফেললেন সলমন খান


মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে এই কারখানায়। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। প্রথমে টহলরত দাসপুর থানার পুলিশের নজরে আসে। পরে দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, এই ধূপ কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় ৩০০ জন। কারখানা থেকে কাঁচামাল নিয়ে গিয়ে বাড়িতে ধূপ তৈরি করেন, এমন প্রত্যক্ষ শ্রমিকের সংখ্যা কয়েক হাজার। গভীর রাতে কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়ে দিশাহারা সেই সব শ্রমিকরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।