Salman Khan: কিরণ রাওয়ের 'লাপতা লেডিজ'-এর ভূয়সী প্রশংসা করতে গিয়ে 'ভুল' করে ফেললেন সলমন খান

Laapataa Ladies: সম্প্রতি মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত 'লাপতা লেডিজ'। তবে এটি তাঁর পরিচালনায় প্রথম ছবি নয়। এদিকে এই ছবি দেখে আপ্লুত অভিনেতা সলমন খান। এক্স হ্যান্ডলে করলেন ভূয়সী প্রশংসা।

Continues below advertisement

নয়াদিল্লি: কিরণ রাওয়ের (Kiran Rao) সাম্প্রতিক ছবি 'লাপতা লেডিজ' (Laaptaa Ladies) রিভিউ করতে গিয়ে বিপাকে সলমন খান (Salman Khan)। অনুরাগীরা রীতিমতো 'ক্লাস' নিলেন ভাইজানের। সোশ্যাল মিডিয়ায় পরিচালিকার 'ডেবিউ কাজ' (directorial debut) বলতেই সলমনকে শুধরে দিলেন নেটিজেনরা। ছোট্ট ভুল করে ফেলেছেন সলমন!

Continues below advertisement

কিরণের সিনেমার প্রশংসা করতে গিয়ে 'ছোট্ট ভুল' সলমনের

সম্প্রতি মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত 'লাপতা লেডিজ'। তবে এটি তাঁর পরিচালনায় প্রথম ছবি নয়। এদিকে এই ছবি দেখে আপ্লুত অভিনেতা সলমন খান। এক্স হ্যান্ডলে করলেন ভূয়সী প্রশংসা। কিন্তু সেখানেই ভুল করে ফেললেন তিনি। বলে বসলেন, এটি নাকি কিরণের 'ডেবিউ' পরিচালনা। যদিও পরে সেই পোস্ট মুছে নতুন করে পোস্ট করেন অভিনেতা। 

বুধবার প্রথমে একটি পোস্ট করে অভিনেতা লেখেন, 'এইমাত্র কিরণ রাওয়ের 'লাপতা লেডিজ' দেখলাম। বাহ্ বাহ্ কিরণ। আমি ও আমার বাবা ভীষণভাবে উপভোগ করেছি ছবিটা। পরিচালক হিসেবে তোমার ডেবিউ ছবির জন্য শুভেচ্ছা, দারুণ কাজ। আমার সঙ্গে কবে কাজ করবে?' এই পোস্ট হতেই নেটিজেনদের একাংশ তাঁকে মনে করিয়ে দেন যে প্রায় ১৪ বছর আগে কিরণ রাও পরিচালনায় ডেবিউ করে ফেলেছেন। ২০১০ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি 'ধোবি ঘাট'। যদিও এই পোস্ট এরপর অভিনেতা মুছে দেন। ফের পোস্ট করে বাদ দেন 'ডেবিউ ডিরেক্টর' অংশ। 

 

২০১০ সালে বলিউডে পরিচালনার সফর শুরু করেন কিরণ রাও। প্রতীক বব্বর অভিনয় করেছিলেন সেই ছবিতে। নাম 'ধোবি ঘাট'। উল্লেখ্য, আমির খান আয়োজিত সেই ছবির এক উদযাপনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সলমন খান। একাধিক অনুরাগী সেই অনুষ্ঠানে কিরণ, আমিরের সঙ্গে তোলা সলমনের ছবি পোস্ট করে তাঁকে মনে করিয়ে দেন 'ধোবি ঘাট'-এর কথা। 

আরও পড়ুন: SRK-Ed Sheeran: দু'বাহু ছড়িয়ে কিং খানের চেনা পোজে সঙ্গী এড শিরান, 'শেপ অফ আস', লিখলেন তারকা গায়ক

সলমন খান নেহাতই 'নিষ্পাপ মনে ভুল' করে ফেলেছেন, তবে 'লাপতা লেডিজ' নিয়ে প্রশংসা সর্বস্তর থেকে উপচে পড়ছে। শাবানা আজমি, কাজল থেকে সচিন তেন্ডুলকর, সকলেই এই ছবির আবেগঘন প্রশংসা করেছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola