ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পারিবারিক নাম সংকীর্তনের অনুষ্ঠানে ডাক না পাওয়ায় গ্রাম কমিটির ফতোয়া! নির্দেশ অমান্য করলে করা হবে জরিমানা, নেওয়া হবে কড়া ব্যবস্থা। বাড়ি বাড়ি গিয়ে এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের (East Medinipur) পটাশপুরে গ্রেফতার গ্রাম কমিটির ৮ সদস্য। শুরু রাজনৈতিক চাপানউতোর।


ফের গ্রাম কমিটির মাতব্বরি। অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে ৫ হাজার টাকা জরিমানা করার সঙ্গে নেওয়া হবে কড়া ব্যবস্থা। বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদেরকে দেওয়া হয় এই হুমকি। গ্রাম কমিটির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নং ব্লকের খড়কিপাটনা গ্রামে। 


স্থানীয় সূত্রে খবর, বুধবার গ্রামের একটি পরিবারে নাম সংকীর্তনের আয়োজন করা হয়। প্রসাদ খাওয়ার জন্য নিমন্ত্রণ করা হয় অন্তত ২ হাজার গ্রামবাসীকে। কিন্তু নিমন্ত্রণ করা হয়নি গ্রাম কমিটিকে। অভিযোগ, এর ফলে গ্রাম কমিটির রোষে পড়ে পরিবারটি। বাড়ি বাড়ি গিয়ে গ্রাম কমিটির সদস্যরা হুমকি দেন, প্রসাদ খেতে কেউ ওই বাড়িতে গেলে নেওয়া হবে কড়া ব্যবস্থা, করা হবে ৫ হাজার টাকা জরিমানা।  


আরও পড়ুন, হাওড়া স্টেশন থেকে ২ কোটির সোনার গয়না উদ্ধার, ছত্তিশগড়ে পাচারের চেষ্টার অভিযোগ


পরিবারের দাবি, গ্রাম কমিটির হুমকির জেরে বেশিরভাগ গ্রামবাসী ভয়ে প্রসাদ খেতে আসেননি। তার ফলে অনেক খাবার বেশি হয়ে যায়। সেই খাবার নিয়ে তাঁরা ধর্না শুরু করে স্থানীয় বাসন্তী মন্দিরে। থানায় অভিযোগও জানানো হয়।                                                                                                  


ঘটনার খবর পেয়েই রাতে গ্রামে আসেন বিডিও ও পটাশপুর থানার পুলিশকর্মীরা। গ্রেফতার করা হয় অভিযুক্ত গ্রাম কমিটির ৮ সদস্যকে। ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। গ্রামবাসীদের দাবি, এর আগেও এরকম ফতোয়া জারি করেছে গ্রাম কমিটি।