Kolkata TMC News : মুখ ফেটে রক্তারক্তি , তৃণমূলের কাউন্সিলরকে মাটিতে ফেলে মারল দলের ছেলেরাই

TMC Inner Clash : ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকেই মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে। মার খেলেন তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল।

Continues below advertisement

সত্যজিৎ বৈদ্য, কলকাতা : কসবার পর এবার পাটুলি ( Patuli )। ফের তৃণমূলের ( TMC ) কোন্দল। এবার ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকেই মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, তিনি মঙ্গলবার রাত ৯টা নাগাদ পাটুলিতে নিজের কার্যালয়ে বসতে গেলে বেশকয়েকজন তৃণমূল কর্মী তাঁকে বাধা দেয়। শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি। অভিযোগ, এরপরই স্বরাজ মণ্ডলকে মাটি ফেলে বেধড়ক মারধর করা হয়। মুখ ফেটে যায় তাঁর। স্বরাজ মণ্ডলের অভিযোগ, তাঁর উপর হামলা চালিয়েছে ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা। পাল্টা তারকেশ্বর চক্রবর্তীর দাবি, এধরনের ঘটনা তাঁর জানা নেই।                   

Continues below advertisement

যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জানিয়েছেন, তিনি কলকাতার বাইরে রয়েছেন। বিষয়টি জানা নেই। ফিরে খোঁজ নেবেন।কসবার পর এবার পাটুলি। ফের তৃণমূলের কোন্দল। এবার ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকেই মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, তিনি মঙ্গলবার রাত ৯টা নাগাদ পাটুলিতে নিজের কার্যালয়ে বসতে গেলে বেশকয়েকজন তৃণমূল কর্মী তাঁকে বাধা দেয়। শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি। অভিযোগ, এরপরই স্বরাজ মণ্ডলকে মাটি ফেলে বেধড়ক মারধর করা হয়। মুখ ফেটে যায় তাঁর। তিনি জানান, 'আগেও কয়েকবার হামলা চালিয়েছে। KMDA-র জায়গায় জাল দলিল তৈরি করে বিক্রি করে। রেশন কার্ড জোগাড় করে টাকা তোলে। সিন্ডিকেট, তোলাবাজি আমি এসব আটকানোয়  চক্ষুশূল হয়ে গেছি। বাম জমানাতেও মার খেয়েছি। এখন তৃণমূল মারল। দলীয় নেতৃত্বকে জানিয়েছি। পেশায় শিক্ষক, স্কুলে যেতে লজ্জা পাচ্ছি' 

স্বরাজ মণ্ডলের অভিযোগ, তাঁর উপর হামলা চালিয়েছে ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা। পাল্টা তারকেশ্বর চক্রবর্তীর দাবি, এধরনের ঘটনা তাঁর জানা নেই।  যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জানিয়েছেন, তিনি কলকাতার বাইরে রয়েছেন। বিষয়টি জানা নেই। ফিরে খোঁজ নেবেন। 

লোকসভা ভোটের দিনকয়েক আগেই এলাকায় স্বরাজ মণ্ডলকে মারধর করার অভিযোগ উঠেছিল। তখনও অভিযোগের আঙুল উঠেছিল এই কাউন্সিলরের বিরুদ্ধ গোষ্ঠীর কর্মীদের বিরুদ্ধে। তখন পরিস্থিতি সামলে , অশান্তি প্রশমিত করেন মন্ত্রী অরূপ বিশ্বাস।  

আরও পড়ুন, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Continues below advertisement
Sponsored Links by Taboola