কলকাতা: প্রবল বর্ষণে খারাপ পরিস্থিতি উত্তরবঙ্গে (North Bengal)। এদিকে বৃষ্টির আশায় বসে আছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather Update)। ঠিক এমনই সময় অবশেষে সুখবর দিল আবহাওয়া দফতর। আগামীকাল কেমন থাকবে  আবহাওয়া ? জানাল মৌসম ভবন।


কেমন থাকবে আগামীকালের আবহাওয়া ?


 আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, পুরুলিয়া বাঁকুড়া, হুগলি, দুই ২৪ পরগনা, কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।






ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে


কলকাতা


পুরুলিয়া


বাঁকুড়া


নদিয়া


হুগলি


দুই ২৪ পরগনা


দুই মেদিনীপুর


ঝাড়গ্রাম


 ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা কোথায় কোথায় ?


দুই বর্ধমান


মুর্শিদাবাদ


বীরভূম


আগামীকাল কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?


আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি। আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতায়।






আরও পড়ুন, ইদে বাড়িতে ফিরছিলেন, রেল দুর্ঘটনার পর স্ত্রীকে কোথাও পেলেন না, শেষে..


আইএমডি কলকাতা সূত্রে খবর, আজ  জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং-এ কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল মূলত আলিপুরদুয়ারের দু-এক জায়গায় লাল সতর্কতা বজায় থাকবে। এবং রাত পেরোলেও কমল সতর্কতা থাকছে দার্জিলিং এবং কালিম্পং-এ। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে মালদা ও দুই দিনাজপুরে। এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। মূলত গত ২৪ ঘন্টাতে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং -এর সমস্ত জায়গাতে মাঝারি ধরণের বৃষ্টিপাত হয়েছে। তবে এখনও আগামী দু-তিন দিন টানা বৃষ্টি হবে। গত ২৪ ঘন্টায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলার মাথাভাঙ্গায়। পরিমাণ ১৫০.৪ মিলিমিটার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।