সুনীত হালদার, হাওড়া: গাড়ি দুর্ঘটনায় (Shyampur Car Accident) ৩ তরুণের মৃত্যুর ২৪ ঘণ্টা পরও কেন গ্রেফতার (arrest) নয় অভিযুক্ত চালক (Car Driver)? প্রতিবাদ জানিয়ে সোমবার, সকাল ৮টা থেকে উলুবেড়িয়া-শ্যামপুর রাজ্য সড়ক অবরোধ (Blockade) গ্রামবাসীদের। অবরোধ তুলতে গেলে শ্যামপুর থানার ওসি-কে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা।


কী বলছেন বিক্ষোভকারীরা?
শনিবার গভীর রাতে হাওড়ার শ্যামপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৩ বাইক আরোহীর। সেই ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কেন অভিযুক্ত গাড়িচালক গ্রেফতার হননি, এটিই ক্ষোভের মূল কারণ গ্রামবাসীদের। সঙ্গে প্রশ্ন, গোটা একটা দিন কেটে গেলেও কেন এখনও ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা গেল না? সপ্তাহের প্রথম কাজের দিনে রাজ্য সড়ক অবরোধের জেরে নাকাল হচ্ছেন নিত্যযাত্রীরা। কিন্তু বিক্ষোভ কমার লক্ষণ নেই এখনও । 


কী ঘটেছিল?
শনিবার রাত ২টো নাগাদ হাওড়ার শ্যামপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় মোটরবাইক আরোহী তিন বন্ধুর। শনিবার রাত ২টো নাগাদ কালীপুজো  দেখে বাড়ি ফিরছিলেন বছর ১৮-১৯-এর তিন তরুণ । শ্যামপুরের কলিয়া মোড়ের কাছে পিছন থেকে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয় তিনজনের। মৃত শান্তনু হাতি, বিজয় হাতি ও কুন্তল দাস শ্যামপুরের ধান্দালি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছিল, তিনজনের কারও হেলমেট ছিল না। ঘাতক গাড়ির চালকের খোঁজ চলছে। ওই ৩ যুবক কালীপুজো দেখে বাড়ি ফিরছিলেন, জানতে পারে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, একটি গাড়ি বাইকের পিছনে ধাক্কা মারে। তাতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। পুলিশ সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় তাঁরা বেশ কিছুক্ষণ সেখানে পড়েছিলেন। পরে শ্যামপুর থানার পুলিশ দেহগুলি উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে আপাতত যা জানা গিয়েছে তাতে এটা স্পষ্ট যে তিন যুবকের কারও মাথাতেই হেলমেট ছিল না। গোটা ঘটনার তদন্ত শুরু করে শ্যামপুর থানার পুলিশ। প্রসঙ্গত, এ রাজ্যে সড়ক দুর্ঘটনা নতুন নয়। দিনদুয়েক আগেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে ঢুকে পড়েছিল বেপরোয়া গতির লরি। তার ধাক্কায় এক জনের মৃত্যু হয়। আহত আরও এক। দীর্ঘক্ষণ পরে পুলিশ পৌঁছানোয় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে মৃতদেহ ফেলে রেখে অবরোধ শুরু করেন। পরে ছাতনা থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে মৃদু লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়। এরপর মৃতদেহ উদ্ধার করে।  রাতের আঁধারে ঘটনাটি ঘটে বাঁকুড়ার ছাতনা থানার সনপুরা এলাকায়। 


আরও পড়ুন: