কলকাতা: লাল পতাকায় ঢেকেছে আলিমুদ্দিন স্ট্রিট। মানব বন্ধনী করে শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন হাজার হাজার মানুষ। এ যেন উদযাপন। এক দুধসাদা ধুতি-পাঞ্জাবি পরা মানুষের জীবনকে উদযাপন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনকে উদযাপন। আজ, শেষবারের জন্য আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধদেব ভট্টাচার্য্য। তবে সেই চেনা অ্যাম্বাস্যাডরে করে নয়, হেঁটে নয়। শববাহী শকটে চড়ে। লাল পতাকা আর লাল জারবেরায় মুড়ে। নিস্তদ্ধ হয়ে।


আজ সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় জমেছিল পিস ওয়ার্ল্ডের সামনে। অনেক সকাল থেকেই প্রিয় নেতাকে দেখবার জন্য ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। একবার সম্মান জানাবেন বলে, একবার দেখবেন বলে। শেষবারের মতো। কেউ নিয়ে এসেছেন নিজের বাড়ির গাছের লাল ফুল, কেউ আবার গতকালই ছুটে এসেছিলেন মৃত্যুর খবর পেয়ে। দেখা করতে পারেননি তাই আজ আবার এসেছেন। সকাল থেকেই আজ তাই সাধারণ মানুষের আনাগোনা ছিল পিস ওয়ার্ল্ডে। চেনা এই ছবি যেন অনেকদিন পরে দেখল পিস ওয়ার্ল্ড। প্রিয় মানুষকে একবার শ্রদ্ধা জানাবেন বলে পিস ওয়ার্ল্ডে কতই না মানুষ ভিড় করেন। কিন্তু এই লাল পতাকার ছবি, লাল ফুলে মোড়া নিথর দেহ যেন অনেকদিন পরে দেখল পিস ওয়ার্ল্ড। 


এদিন পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধদেব ভট্টাচার্য্যের দেহ নিয়ে যাওয়া হয়েছিল বিধানসভায়। সেখানে তাঁকে সম্মান জানান সমস্ত শাসক ও বিরোধীরা। আধঘণ্টা সেখানে দেহ রাখার পরে, নিয়ে আসা হয় আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানে চিরকালের মতোই সাধারণের প্রবেশ অবাধ। আর সেই কারণেই আলিমুদ্দিনে আজ উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। প্রিয় নেতাকে একবার দেখার জন্য। মানববন্ধনী করে শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন সবাই। কেউ নিয়ে এসেছেন ফুল, কেউ বা পোস্টার। 


তাঁকে ফুল দেওয়া পছন্দ করতেন না বুদ্ধদেব ভট্টাচার্য্য। বলছেন ফুলের খরচ কমাতে। কিন্তু আজ তিনি নিশ্চুপ... তাঁর সেই কথা আজ কেউ রাখেনি। ফুলে ফুলে ঢেকে গিয়েছে তাঁর শবদেহ। প্রিয় দলীয় পতাকায় মুড়িয়ে দেওয়া হয়েছে নিথর নেতার দেহ। আজ তাঁর কাছ থেকে নতুন কোনও বার্তা আসবে না। তবুও তাঁকে একবার দেখতে আজ উপচে পড়া মানুষের ঢল। সাধারণ মানুষেরা চোখে জল নিয়ে বলছেন, 'সাধারণ খেটে খাওয়া মানুষ চিরকাল বুদ্ধবাবুর আদর্শকে মনে রেখেই চলবে।'


 


আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Demise: বুদ্ধবাবুর মৃত্যুতে বিরল দৃশ্য দেখল বিধানসভা, এক সারিতে দাঁড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন অভিষেক-শুভেন্দুর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে