কলকাতা: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, দেশীয় বাজারে পেট্রোল ডিজেলের দামে (Petrol Diesel Price) মিলছে না রেহাই ! ফের বাড়ছে কি পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price) দাম? বৃহস্পতিবার কত দাম ধার্য হল জ্বালানির? সপ্তাহের মাঝে দাম না বাড়লেও, দাম কমারও কোনও লক্ষণ নেই। যা দেখে কার্যত কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের। কবে কমবে জ্বালানির জ্বালা? সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। এদিন কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।
দেশের কোন শহরে আজ কত পেট্রোল-ডিজেলের দাম?
কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।
রাজধানী দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।
মুম্বইয়ে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০৬.৩১ টাকা এবং ৯৪.২৭ টাকা।
চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।
জ্বালানি (Fuel) তেল থেকে রান্নার গ্যাস। চাল-ডাল থেকে শাকসবজি, মাছ মাংস। মূল্যবৃদ্ধির জ্বালায় জ্বলছে গোটা দেশের মানুষ। কেন্দ্রের রিপোর্ট বলছে, গত ৩ মাস ধরে ৭ শতাংশের ওপরেই রয়েছে মূদ্রাস্ফীতি। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, কেন দেশীয় বাজারে পেট্রোল-ডিজেলের দামে কোনও তফাত্ হচ্ছে না ? কেন কমছে না জ্বালানি তেলের দাম? চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর হামলা করে রাশিয়া। তারপর থেকেই আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়তে শুরু করে অপরিশোধিত তেলের দাম। কিন্তু বর্তমানে সেই দাম অনেকটা কমলেও, পেট্রোল-ডিজেলের দামে তার প্রভাব পড়েনি। গত ৮ মার্চ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ১২৭.৯৮ ডলার। আর সেদিন কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ছিল ১০৪ টাকা ৬৭ পয়সা। ডিজেল ৮৯ টাকা ৭৯ পয়সা। ৪ মাসের বেশি সময় পর, বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ব্যারল প্রতি ১০০ ডলারের নিচে নেমে এলেও, পেট্রোলের দাম এদিন লিটারে ১০৬ টাকা, ডিজেল বিক্রি হচ্ছে ৯২.৭৬ টাকা।
আরও পড়ুন: North 24 Parganas Weather Update: আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?