অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ফের বাড়ল পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel ) দাম। এই নিয়ে ১৪ দিনে ১২ বার দাম বাড়ল জ্বালানির (Petrol, Diesel Prices Hiked Again ) । সেইসঙ্গে দেশে সর্বকালীন রেকর্ড হল পেট্রোলের দামের। ডিজেলের দামও ১০০ ছুঁই ছুঁই। লিটারপ্রতি ৪২ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১৩ টাকা ৪৫ পয়সা। ৪০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৮ টাকা ২২ পয়সা।
দেখা যাচ্ছে, এই ১৪ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ৮ টাকা ৭৮ পয়সা। একই সময়ে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৪৩ পয়সা। এই পরিস্থিতিতে হুড়মুড়িয়ে বাড়ছে বাজার দর। বাজারে গেলেই হাতে ছ্যাঁকা মধ্যবিত্তের।
রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছুঁইছুঁই
ভর্তুকিযুক্ত অর্থাৎ, রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছুঁইছুঁই। মার্চে সিলিন্ডার পিছু ৫০ টাকা বেড়ে তা ৯৭৬ টাকা হয়েছে। অন্যদিকে, বাণিজ্যিক গ্যাসের দাম আড়াই হাজারের দিকে এগোচ্ছে। গ্যাসের দাম যেভাবে বাড়ছে, তাতে হেঁশেল সামলানোই দায় হয়ে উঠেছে মধ্যবিত্তদের।
টালা পার্কের বাসিন্দা রত্না মুখোপাধ্যায় জানালেন, সব কিছুর খরচ বাঁচিয়ে কীভাবে বেড়ে চলা গ্যাসের দাম সামলাবেন তারই হিসেব কষছেন এই গৃহবধূ। এবিপি আনন্দকে জানালেন, ' বাজেট আছে তো সংসারের। গ্যাসের জন্য যখন হাজার টাকা দিতে হচ্ছে , তখন বাকি দিক সামলানো মুশকিল'
লাগামছাড়া হয়েছে মাছ-মাংসের দাম
আর জ্বালানির দাম বাড়ায়, সরাসরি তার প্রভাব পড়েছে বাজারেও। বাজারে গিয়ে হাতে ছ্যাঁকা লাগার জোগাড়। শাক-সবজি তো বটেই, লাগামছাড়া হয়েছে মাছ-মাংসের দামও। কাটা মুরগির মাসের দাম কেজিতে হয়েছে ২২০ থেকে ২৩০ টাকা। মানিকতলা বাজারে আসা এক ক্রেতা বলছেন, ২ বছরে আহামরি মাইনে বাড়েনি, খরচ বেড়েই চলেছে !
চালের দাম বেড়েছে
খুচরো বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা। সরষের তেল লিটারপ্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। সয়াবিন, সূর্যমুখী, পাম তেলও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এইসব তেলের দাম লিটারে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা।
সবমিলিয়ে যে গতিতে সবকিছুর দাম বাড়ছে, তা দেখে জনসাধারণের এখন প্রশ্ন একটাই আদৌ কি কমবে দাম?