সনৎ ঝা, দার্জিলিং: মিলছে না বাংলাদেশে যাওয়ার ছাড়পত্র। ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্তে দাঁড়িয়ে প্রায় হাজার খানেক ট্রাক। সিন্ডিকেটের দাপটেই এই অচলাবস্থা বলে অভিযোগ। শুল্ক দফতর ও পুলিশকে দ্রুত সমস্যা মেটানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। 


ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্তে অন্তর্দেশীয় বাণিজ্যে জট! বাংলাদেশে যাওয়ার ছাড়পত্র না পাওয়ায় সীমান্তে দাঁড়িয়ে প্রায় হাজার খানেক ট্রাক! যার জেরে কার্যত বন্ধ হয়ে গিয়েছে সীমান্তগামী রাস্তা!


সম্প্রতি, বাংলাদেশ সরকার ভারত থেকে চাল-ডাল-সহ বিভিন্ন খাদ্যপণ্যের আমদানিতে সাময়িক অনুমোদন দিয়েছে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদন পাওয়ার পরই বাংলা ও ভিনরাজ্য থেকে হাজার খানেক ট্রাক এসে দাড়িয়ে রয়েছে ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্তে। 


কিন্তু, বাংলাদেশে যাওয়ার জন্য শুল্ক দফতরের থেকে অনুমোদন মিলছে না। ট্রাকে পচনশীল খাদ্য-সামগ্রী থাকায় উদ্বেগে রয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, স্থানীয় সিন্ডিকেটের দাপটেই এই অচলাবস্থা তৈরি হয়েছে। এঁদের অধিকাংশই ভারত থেকে বাংলাদেশে বোল্ডার রপ্তানি করে। জট কাটাতে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ীরা।


যদিও, এই অভিযোগ মানতে নারাজ বোল্ডার ব্যবসায়ীরা। বোল্ডার ব্যবসায়ী বিশ্বজিৎ ভৌমিক বলেন, 'বোল্ডার যাচ্ছে, আমরা তো আগে থেকেই ব্যবসা করি, ওরা চলে আসায় সমস্যা।' তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও পরিবহণ ব্যবসায়ী আব্দুল খালেক, 'বাংলাদেশ বেশি গাড়ি নিচ্ছে না, তাই সমস্যা হচ্ছে।' জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই শুল্ক দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শুল্ক দফতর ও পুলিশকে দ্রুত সমস্যা মেটানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। 


এর আগে গতকাল  ওভারলোড বন্ধের দাবিতে অভিনব ট্রাক মিছিল হয় ডানকুনি থেকে বর্ধমান। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটারস্ অ্যাসোসিয়েশনের ডাকে হুগলি জেলা কমিটির নেতৃত্বে ট্রাক নিয়ে মহা মিছিল। ডানকুনি টোল প্লাজা থেকে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে পূর্ব বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ডের পর্যন্ত যায়। সেখানে গিয়ে জেলা শাসককে ডেপুটেশন দেয় ট্রাক মালিকরা।