অরিন্দম সেন, আলিপুরদুয়ার: শহরে গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ে সড়কের এক দিক পুরো আটকে রেখে প্রতিষ্ঠা দিবস (Foundation Day) পালন করল তৃণমূল (TMC)। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনুষ্ঠানে তৃণমূলনেত্রীর ছবি স্বামী বিবেকানন্দ ও সুভাষচন্দ্র বসুর সঙ্গে একাসনে বসানোয়, বিতর্ক আলাদা মাত্রা পেয়েছে। সমালোচনায় সরব হয়েছে বিজেপি। তৃণমূল শিবিরের দাবি, অনুষ্ঠানের জন্য রাস্তা দখল করা হয়নি।
আলিপুরদুয়ার (Alipurduar) শহরের লাইফলাইন বক্সা-ফিডার রোড। ওয়ান ওয়ে রাস্তার একদিক পুরো বন্ধ করে প্রতিষ্ঠা দিবস পালন করল তৃণমূল (TMC)। অথচ এই রাস্তাই হল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল (Alipurduar Zila Hospital) এবং অন্যান্য নার্সিংহোম যাওয়ার মূল পথ! রাস্তার একদিক পুরোটাই প্যান্ডেল করে বন্ধ করে দেওয়া হয়েছে।
এক পাশ দিয়ে কোনওরকমে চলল গাড়ি। রাস্তার একদিক আটকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আলিপুরদুয়ারের বিজেপির সভাপতি ভূষণ মোদকের কথায়, ফাঁকা মাঠ ছেড়ে জেলা হাসাপাতাল যাওয়ার রাস্তা দখল করে অনুষ্ঠান। প্রশাসন কী বলে অনুমতি দিল! নিন্দা করছি আমরা।
আলিপুরদুয়ার টাউন ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায়ের দাবি, দলের প্রতিষ্ঠা দিবস পার্টি অফিসের সামনে না করে কি অন্য রাজ্যে করব! ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এখানে করার সিদ্ধান্ত। রাস্তা ব্লক করা হয়নি। মানুষ সঙ্গে নেই।
যদিও রাস্তা দখল করে অনুষ্ঠান বিতর্কে অন্য সুর শোনা গেছে তৃণমূলেরই অন্দরে। আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক দাবি, রাস্তা দখল করা হয়নি। যদিও এই নিয়ে অনুষ্ঠানেই ভিন্ন সুর শোনা গিয়েছে আরেক তৃণমূল নেতার মুখে।
শুধু রাস্তার একাংশ আটকে প্রতিষ্ঠা দিবস পালনই নয়, বিতর্কে বাড়তি মাত্রা যোগ করেছে তৃণমূলের অনুষ্ঠান মঞ্চের এই ছবি। যেখানে দেখা যাচ্ছে, তৃণমূলের অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবির মাঝে একাসনে বসানো হয়েছে তৃণমূল নেত্রীর ছবি।
এ নিয়েও সমালোচনায় সরব হয়েছে বিজেপি। যদিও এতে আমল দিতে নারাজ তৃণমূল। আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি ভূষণ মোদকের কথায়, সুভাষ, বিবেকানন্দের সঙ্গে একাসনে তৃণমূলনেত্রী। এটাই ওদের কালচার। নতুন বছরের প্রথম দিনই আলিপুরদুয়ারে বিতর্কে জড়াল তৃণমূল।