অনির্বাণ বিশ্বাস, পৃথা দাশগুপ্ত ও অতসী মুখোপাধ্যায়, দিঘা ও কলকাতা : দিঘা (Digha) থেকে কলকাতা (Kolkata)। নতুন বছরের (New Year) প্রথম দিনের আনন্দে মাততে বিভিন্ন জায়গায় ক্রমশ ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভিড় বাড়ছে দিঘার (Digha Sea Beach) সমুদ্রসৈকত থেকে আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo), নিকো পার্কে (Nicco Park)। তারাপীঠ (Tarapith) থেকে কঙ্কালিতলা (Kankalitala) মন্দির হোক বা দার্জিলিং (Darjeeling) বছর বরণের জন্য ভিড় জমিয়েছেন অনেকেই। যদিও একাধিক জায়গাতেই কোভিড বিধি উড়িয়ে জন-সমাগম। 


রাজ্য (West Bengal) থেকে দেশ (India) ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। একলাফে ৩৫ শতাংশ বেড়ে গিয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যাও বাড়ছে দেশে। এই অবস্থায় দিঘার সমুদ্রসৈকতে দেখা গেল কার্যত কোভিড বিধি মেনে চলার কোনও বালাই। সকাল থেকেই সমুদ্রসৈকতে থিকথিকে ভিড়, যেখানে অনেকেরই মুখে নেই মাস্ক। বালাই নেই শারীরিক দূরত্ববিধি মেনে চলারও। তারাপীঠ ও কঙ্কালিতলাতেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে।


আলিপুর চিড়িয়াখানা ও নিকো পার্কেও বেলা গড়ানোর সঙ্গেই বাড়ছে ভিড়। তবে এই দুই কেন্দ্রে দেখা যাচ্ছে কোভিডবিধি পালন করার ক্ষেত্রে যাতে আগত সকলে সতর্ক থাকেন, সেজন্য বারবার সতর্ক করা হচ্ছে কর্তৃপক্ষের তরফে। নিকো পার্কে একটি করে ছেড়ে খোলা হয়েছে কাউন্টার, যাতে শারীরিক দূরত্ববিধি বজায় রাখা যায়। আর আলিপুর চিড়িয়াখানায় গেটের মুখেই লাগানো পোস্টার, মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। গেটে ঢোকার মুখেই চলছে থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপাও। 


আরও পড়ুন- ওমিক্রন আতঙ্কের মাঝে একলাফে ৩৫ শতাংশ বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ


এদিকে, আগামী ২২ জানুয়ারি বিধাননগর (Bidhannagar), চন্দননগর (Chandannagar), আসানসোল (Asansol) ও শিলিগুড়ি (Siliguri), চার কর্পোরেশনে ভোট (Municipal Election)। প্রার্থী তালিকা ঘোষণা হতেই বাড়ছে ভোটের উত্তাপ। কিন্তু চার কর্পোরেশনের ভোট-প্রচারেই দেখা যাচ্ছে কোভিড বিধি ভঙ্গের (Covid Norm Break) ছবি। কোথাও মাস্ক ছাড়াই প্রচারে বেরিয়েছেন প্রার্থী। কোথাও আবার পদযাত্রায় দফারফা হয়েছে দূরত্ব বিধির। যদিও রাজনৈতিক দলগুলির দাবি, বিধি মেনেই প্রচার করা হচ্ছে। গোটা রাজ্যে হু হু করে বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। বাড়বাড়ন্ত ওমিক্রনের (Omicron)। তারই মধ্যে পুরভোটের প্রচারে বিধি ভাঙার ছবি ঘিরে বাড়ছে উদ্বেগ।