বিশ্বজিৎ দাস, অলোক সাঁতরা, পিংলা: পিংলায় (Pingla News) বিশেষ ভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের চেষ্টার (Attempt to Rape) ঘটনায় ফের হুমকির (Murder Threat) অভিযোগ সামনে এল। অভিযুক্ত তৃণমূল (TMC) পঞ্চায়েত সদস্য অভিজিৎ মণ্ডল। অভিযোগ পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তার পর থেকেই লাগাতার হুমকি আসছে বলে অভিযোগ নির্যাতনের শিকার মহিলার মায়ের। তিনি জানিয়েছেন, তাঁর ছেলেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। ওই পরিবারকে বাড়িছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। যদিও অভিযোগ অস্বীকার করেে তৃণমূল। তাদের দাবি, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আইন আইনের পথে চলবে।
বিশেষ ভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
থানায় যাওয়ায় হুমকি দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন পিংলার নির্যাতিতার পরিবারের লোকজন। নির্যাতিতার মা বলেন, "পঞ্চায়েত সদস্য গ্রেফতার হওয়ার পরই ছেলের কাছে হুমকি ফোন আসছে। বলছে, মিথ্যে ভাবে পঞ্চায়েত সদস্যকে ফাসিয়েছো। গ্রামে ফিরে আসতে হবে।" এ নিয়ে বিজেপি-র ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, "যারা যারা ওদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে কোর্টে যাব। মহিলা কমিশনে জানাব।"
হাঁসখালির ঘটনায় যখন উত্তাল গোটা রাজ্য, সেই সময় সামনে আসে পিংলার ঘটনা। হেনস্থার শিকার ওই মহিলার মা জানান, বাসন্তী পুজো উপলক্ষ্যে দিদির বাড়িতে গিয়েছিলেন তাঁর ছোট মেয়ে। রাতে পুকুরে বাসন ধোওয়ার সময় আলো ধরে দাঁড়িয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য অভিজিৎ মণ্ডল বিশেষ ভাবে সক্ষম মহিলাকে তুলে নিয়ে যান। নির্যাতিতার মা জানান, একটি মাঠে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়। বাধা দেওয়ায় করা হয় মারধরও। নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনও রকমে পালাতে সক্ষম হন ওই মহিলা।
লাগাতার ফোনে হুমকি দেওয়ার অভিযোগ
অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য হওয়ায় পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে দাবি করে ওই পরিবার। সেই সময়ই তৃণমূলের তরফে চাপ আসছিল বলে দাবি করে তারা। বিজেপি দাবি করে, তৃণমূলের একাংশ বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য লাগাতার চাপ এবং হুমকি দিচ্ছে ওই পরিবারকে। যদিও অভিযোগ প্রমাণ হলে দল কোনও ভাবেই বরদাস্ত করবে বলে পাল্টা জানায় তৃণমূল। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই ফের হুমকি অভিযোগ করলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।