কলকাতা : একদিকে ওড়িশা-সহ দেশের একাধিক রাজ্যে বাংলায় কথা বললেই হেনস্থার অভিযোগ উঠেছে। এই ইস্যুতে ইতিমধ্যেই পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই মমতা প্রশ্ন তোলেন, 'বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল ?' বলতে গেলে গত কয়েকদিন ধরেই এই ইস্যুতেই অসমের মুখ্যমন্ত্রী বনাম রাজ্যের মুখ্যমন্ত্রীর বাক্যবাণ ছোড়াছুড়ি চলছে। এহেন পরিস্থিতিতেই আজ রাজ্যে এসে তৃণমূলকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী মোদি। বললেন, 'টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে।'

আরও পড়ুন, তৃণমূল সরকার গেলেই আসল পরিবর্তন আসবে : প্রধানমন্ত্রী মোদি

এদিন দুর্গাপুরের সভায় এসে মোদি বলেন 'টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে। দেশের সুরক্ষার জন্য এটি খুবই বিপজ্জনক। দেশের সাংবিধানিক সংস্থাগুলিকেও আক্রমণ করছে টিএমসি। যে ভারতের নাগরিক নয়, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভারতের সংবিধান অনুযায়ী। যে কোনও ধরণের চক্রান্ত বিজেপি সফল হতে দেবে না। বাংলার ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন।'

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে, রাজ্য় রাজনীতির অন্য়তম প্রধান ইস্য়ু হয়ে উঠেছে এটাই। প্রত্য়াশিতভাবেই শুক্রবার দু'টো ইস্য়ুই বারবার উঠে এলে নরেন্দ্র মোদির মুখে। তৃণমূলকে বিদ্ধ করতে প্রধানমন্ত্রী হাতে তুলে নিলেন অনুপ্রবেশ-অস্ত্র। সেই সঙ্গে স্পষ্ট হুঁশিয়ারিও দিলেন রাজ্য়ের শাসক দলকে। দুদিন আগেই মমতা বন্দ্য়োপাধ্য়ায় দাবি করেছিলেন বিজেপি শাসিত রাজ্য়ে বাঙালিদের ওপর অত্য়াচার হচ্ছে। বিজেপির গায়ে কার্যত অবাঙালি তকমা লাগানোর চেষ্টা করেছিলেন তিনি।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাঙালিদের ওপরে আপনাদের এত রাগ কেন? কী করেছে বাঙালিরা আপনাদের?  পাল্টা রাজ্য়ে এসে নরেন্দ্র মোদি দাবি করলেন, পশ্চিমবঙ্গবাসীর জন্য় নয়, তৃণমূল আসলে অনুপ্রবেশকারীদের বাঁচাতে রাস্তায় নেমেছে।প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন, তৃণমূল এখন তাদের (অনুপ্রবেশকারী) সমর্থনে খোলাখুলি নেমে পড়েছে। আমি দুর্গাপুরের মাটি থেকে স্পষ্ট বলে দিচ্ছি, যারা ভারতের নাগরিক নয়, আবার শুনে নিন, যারা ভারতের নাগরিক নয়, যারা অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে ভারতীয় সংবিধান অনুযায়ী ব্য়বস্থা নেওয়া হবে। বাংলা অস্মিতার বিরুদ্ধে কোনও চক্রান্তকে বিজেপি সফল হতে দেবে না। এটা মোদির গ্য়ারান্টি। বাংলাদেশি জঙ্গির হাতে ভোটার কার্ড কিংবা ভুয়ো নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরির নজির এ রাজ্য়ে সামনে এসেছে। দুর্গাপুরের জনসভায় এই ইস্য়ুও বাদ দিলেন না নরেন্দ্র মোদি। তুললেন তোষণের অভিযোগও।