নয়াদিল্লি:  দিল্লিতে দুর্গাপুজোয় আরতি প্রধানমন্ত্রীর। আজ মহাঅষ্টমীর সন্ধ্যায় দিল্লির CR পার্কের কালীবাড়িতে নিজ হাতে প্রদীপ দেখিয়ে আরতি করলেন প্রধানমন্ত্রী মোদি। দিল্লির চিত্তরঞ্জন পার্কের কালীবাড়িতে আলোর রোশনাই। আরতি শেষ হতেই, প্রধানমন্ত্রীর কপালে তিলক পরিয়ে দিলেন পুরোহিত মশাই। পাশাপাশি দিল্লির CR পার্কের দুর্গাপুজোতেও অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি। বাজল ঢাক, উলুধ্বনি দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নিলেন মহিলারা। মা দুর্গার সামনে করজোড়ে প্রণাম করলেন তিনি। প্রধানমন্ত্রীর হাতে ধাগা পরালেন পুরোহিত। 

Continues below advertisement

Continues below advertisement

আরও পড়ুন, হাতে নিলেন শালপাতা, মহাঅষ্টমীতে সকলের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন অভিষেক !

প্রাণের উৎসবে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অষ্টমীতে দিল্লির চিত্তরঞ্জন পার্কের ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দিরে যান তিনি। মেতে ওঠেন মাতৃবন্দনায়, দেবী দুর্গার আরতি করেন প্রধানমন্ত্রী। দর্শনার্থীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান। সোশাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, বাঙালি সংস্কৃতির সঙ্গে গভীর যোগের জন্য পরিচিত চিত্তরঞ্জন পার্ক। উৎসবের উদযাপনে সমাজে ঐক্য ও সাংস্কৃতিক চেতনা প্রতিফলিত হয়। এদিন নরেন্দ্র মোদি এক্সহ্যান্ডেলে পোস্ট করেছেন সেই ছবি। সঙ্গে লিখেছেন, আজ মহাঅষ্টমীর পুণ্যদিনে , আমি দিল্লির চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় অংশ নিতে গিয়েছিলাম। ..সকলের সুখ ও কল্যাণের জন্য প্রার্থনা করছি।'

কালীবাড়ি মন্দিরে হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও। এদিন GK-2-এর পুজো মণ্ডপেও যান তিনি। ঢাকের তালে ধুনুচি নাচ করেন। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, মায়ের এই স্বরূপ মন ছুঁয়ে যায়। মা শক্তিস্বরূপা রূপে প্রকাশিত, যা আপনার মধ্যে অদম্য শক্তির সঞ্চার করে। মাত্র কিছুক্ষণের জন্য মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আপনার মধ্যে সব ভয় কেটে গেছে, আর আপনি শক্তিমান হয়ে গেলেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও দুর্গাপুজোয় অংশ নেন। পটনার ঠাকুরবাড়ি রোডের দুর্গা পুজো সমিতির মণ্ডপে যান তিনি। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)