বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য, কলকাতা : প্রধানমন্ত্রীর 'বঙ্কিমদা' মন্তব্য ঘিরে চড়ছে রাজনীতির পারদ। একবার নয় বারবার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন সংসদে বক্তব্য রাখতে গিয়ে। এরপর 'বঙ্কিমদা'  থেকে 'বঙ্কিমবাবু'-তে  সম্বোধন বদলালেও সেই থেকে লাগাতার তৃণমূলের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবছর জুন মাসে যাঁর ১৮৭তম জন্মদিন গেছে, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে তিনি বললেন, 'বঙ্কিমদা'। এতেই প্রতিবাদে ফেটে পড়েন তৃণমূল সাংসদরা।  প্রধানমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতায় মঙ্গলবার প্রথমে সংবিধান সদনের সেন্ট্রাল হল,  তারপর সংবিধান সদনের গেটের কাছে প্রায় ১৫ মিনিট মৌন প্রতিবাদ করলেন তৃণমূল সাংসদরা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়ের ছবি হাতে প্রতিবাদে নামলেন তৃণমূল সাংসদরা। জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্য়ায় থেকে শুরু করে, মহুয়া মৈত্র,  শতাব্দী রায়, ইউসুফ পাঠান-সহ তৃণমূলের একাধিক লোকসভা এবং রাজ্য়সভার সাংসদরা।               

Continues below advertisement

সরব মমতাও

অন্যদিকে, এদিন কোচবিহারের সভা থেকে এই ইস্য়ুতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী বলেন, ' কাল বঙ্কিমদা বললেন, যেন হরিদা, শ্যামদা। যিনি জাতীয় গীত রচনা করেছিলেন তাদের এতটুকু সম্মান দিলেন না। তাতেও ক্ষমা হবে না।। আপনারা ইতিহাসকে ছোট করেছেন। ৯০ শতাংশ বাংলার শহিদ হয়েছিল জেলে ছিল, বন্দি ছিল। আর পাঞ্জাব। কোথায় ছিলেন আপনারা? রাজা রামমোহন রায়কে বলে দিলেন তিনি নাকি দেশপ্রেমিক নন। ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী।'

Continues below advertisement

সৌগত রায় ও নরেন্দ্র মোদির কথোপকথন

  'বন্দে মাতরমের' দেড়শো বছর পূর্তি নিয়ে সোমবার সংসদে আলোচনা চলাকালীন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপরই তার তীব্র প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ''আচ্ছা আপনি 'বঙ্কিম দা' বলছেন! ইয়ে  তো দিন, 'বঙ্কিম বাবু' বলা উচিত''। নরেন্দ্র মোদি, বলেন , ''বঙ্কিম বাবু' বলব, আচ্ছা...আচ্ছা, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, আপনার ভাবনার আমি কদর করি। বঙ্কিম বাবু .... বঙ্কিম বাবু ...আপনাকে দাদা বলতে পারি তো? নাহলে তাতেও আপনার আপত্তি হয়ে যাবে?'' 

'বঙ্কিমদা' সম্বোধন ঘিরে বিতর্কের দিনেই, সংসদে স্বাধীনতা সংগ্রামী সূর্য সেনের কথা বলতে গিয়ে, প্রধানমন্ত্রী 'মাস্টারদা'র জায়গায় বলেন মাস্টার। এসব নিয়েই বিতর্ক চরমে। সোমবারই আবার সোশাল মিডিয়ায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই ভিডিও পোস্ট করে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।