কলকাতা : বছর পেরোলেই ছাব্বিশের ভোট। একুশ থেকে ছাব্বিশের গ্রাফে বড় ইস্যু জ্বালানি। একদিকে যেমন কোভিড পর্বের পরে মানুষ কাজ হারিয়েছে, গত কয়েক বছরেও সেভাবে মানুষের আর্থিক পরিস্থিতি সেভাবে ফেরেনি। এই অবস্থায় বিদ্যুৎ এর বিল এবং জ্বালানির টাকা জোগাতে গিয়ে প্রায় হাফিয়ে উঠেছে মধ্যবিত্তেরা। এহেন পরিস্থিতিতে রাজ্য সফরে এসে দুর্গাপুরের জোড়া সভায় সবথেকে বড় ইস্যুই তুললেন প্রধানমন্ত্রী। মুদ্রার একপিঠে 'জ্বালানি', অপরপিঠে 'উপার্জন।'
আরও পড়ুন, বাংলার উন্নয়নে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে তৃণমূল : প্রধানমন্ত্রী মোদি
এদিন প্রধানমন্ত্রী বলেন,'ভারতের উন্নতিতে বড় ভূমিকা দুর্গাপুরের। দুর্গাপুর ভারতের শ্রমশক্তির বড় কেন্দ্র। এই প্রকল্প বাংলাকে এগোতে সাহায্য করবে। আজকের প্রকল্প স্টিল সিটির পরিচয় আরও মজবুত করবে। যুব সমাজের সামনে রোজগারের পথ খুলবে। কলকাতা মেট্টোর বিস্তার হচ্ছে, অনেক রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণ করা হয়েছে।গ্যাস কানেকশন নিয়ে যা কাজ হয়েছে দেশে, তা আগে কখনও হয়নি। বাংলা সহ পূর্ব ভারতের ৬ রাজ্যে গ্যাস পাইপলাইন বসানো হচ্ছে। সিএনজি দিয়ে গাড়ি চলবে, রান্নাঘরে গ্যাস পৌঁছবে। ২৫ থেকে ৩০ লক্ষ ঘরে সস্তায় গ্যাস পৌঁছবে, মানুষের উপার্জন বাড়বে।..দুর্গাপুর-কলকাতা গ্যাস পাইপলাইন মানুষের উন্নতি করবে। বিজেপি হাজার হাজার কোটি টাকা খরচ করছে, যাতে সিএনজি দিয়ে গাড়ি চলতে পারে, কারখানার সুবিধা হয়, রোজগার বাড়বে। রান্নাঘরে মহিলারা যেমন নল দিয়ে জল পান, তেমন নল দিয়ে গ্যাস আসবে।'
প্রসঙ্গত, দুর্নীতির জেরে অযোগ্য়দের পাশাপাশি চাকরি গেছে যোগ্য়দেরও! আজ তারা কখনও পুলিশের লাথি খাচ্ছেন-কখনও লাঠি! এই প্রেক্ষাপটে ফের একবার পশ্চিমবঙ্গে এসে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকে তীব্র ভাষায় বিঁধলেন নরেন্দ্র মোদি। বললেন, প্রাইমারি হোক কিংবা উচ্চশিক্ষা, সবটাই বরবাদ করা হচ্ছে। এখানকার শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অপরাধের জোড়া আক্রমণ করছে তৃণমূল। তৃণমূলের দুর্নীতির কারণে হাজার হাজার শিক্ষক বেকার হয়েছেন। সঙ্কটে পড়েছে হাজার হাজার পরিবার। গতবছর ২ মে,হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী, রাজ্য সরকারকে ভর্ৎসনা করে বলেছিলেন, এটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। ২০২৪ সালের ৭ মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য় করেছিলেন, দেখে মনে হচ্ছে সিস্টেমিক ফ্রড। এদিন সেই প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)