দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য ও সুদীপ্ত আচার্য, কলকাতা: রাজ্যে প্রধানমন্ত্রী মোদি , রাজভবনে রাত্রিবাসের ব্যবস্থা।'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স'-এ যোগ দিতে রবিবার কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে এলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স ফোর্ট উইলিয়ামে 'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স' বা CCC শুরু হচ্ছে। সেই সম্মেলনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

Continues below advertisement



আরও পড়ুন, SSC-র পরীক্ষা দিলেন রাজন্যা হালদার, 'স্বচ্ছ নিয়োগের ভাবনা, যদি আবারও ভাবতে হয়, সেটা লজ্জার...'



সামরিক দিক থেকে ইস্টার্ন ফ্রন্টের গুরুত্ব বরাবরই অপরিসীম।সম্প্রতি গণবিদ্রোহে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নেপাল! পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশেও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে! ভারতের ঘাড়ের কাছে একের পর এক ঘটনা, নিরাপত্তাজনিত দিক থেকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের সঙ্গে যেমন পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্ত রয়েছে, তেমনই পূর্বাঞ্চলে নেপালের সঙ্গেও বাংলা, সিকিম এবং বিহারের সীমান্ত রয়েছে। এই ভূ-কৌশলগত জটিল পরিস্থিতির আবহেই ফোর্ট উইলিয়ামে 'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স' নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ।


এই অবস্থায় সোমবার থেকে ফোর্ট উইলিয়ামে শুরু হওয়া তিনদিনের 'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স' বা CCC-তে নরেন্দ্র মোদি ছাড়াও,থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং,জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনা বায়ুসেনা নৌসেনার প্রধান এবং প্রতিরক্ষাসচিব-সহ মন্ত্রকের শীর্ষ কর্তারা।  এবার কনফারেন্সের থিম রাখা হয়েছে, Year of Reforms – Transforming for the Future.তিন বাহিনীর সমন্বয় থেকে সেনার পরিকাঠামো, স্ট্র্যাটেজি- একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে এই সম্মেলনে। কখনও রাজনৈতিক কর্মসূচি, কখনও সরকারি প্রকল্পের উদ্বোধন, আবার কখনও শীর্ষ সেনা সম্মেলন---এ নিয়ে গত ৫ মাসে চারবার পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী। 
 
 অন্যদিকে বিজেপির দাবি, সত্তর দশকের পর কোনও প্রধানমন্ত্রীর ফোর্ট উইলিয়ামে আসাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপি রাজ্যসভার সাংসদ ও রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন, 'দেশের নিরাপত্তা, দেশের সীমান্তবর্তী জেলাগুলোর সুরক্ষা, সেখানে দ্রুত পরিবর্তনশীল কিছু জেলার...সব বিষয়ে প্রধানমন্ত্রীর নজরদারিতে আছে, ৭০ দশকের পরে আজ কোনও প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়ামে সভা করতে যাচ্ছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়।' রাতে রাজভবনে থাকবেন/থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকাল ৯টা ২৫ নাগাদ, রাজভবন থেকে ফোর্ট উইলিয়ামের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফোর্ট উইলিয়ামে থাকবেন। দেড়টার পরে কলকাতা থেকে বিহারের উদ্দেশে রওনা দেবেন নরেন্দ্র মোদি।