কলকাতা : বাংলায় 'আসল পরিবর্তনের' ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেঁধে দিলেন পরিবর্তনের স্লোগানও। এদিন দমদমের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ফের একবার সরব হলেন প্রধানমন্ত্রী। দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, "বাংলার ঘরে ঘরে আমাদের একটা কথা পৌঁছে দিতে হবে। বাংলার সব কোণ থেকে একটাই আওয়াজ আসতে হবে...'বাঁচতে চাই, বিজেপি তাই।' এটাই বাংলার ভবিষ্যৎ।" হুঁশিয়ারি দিয়ে বললেন, "অপরাধী ও দুর্নীগ্রস্তরা সরকারে নয়, জেলে থাকবেন।"
প্রধানমন্ত্রীর সফর ঘিরে এদিন সকাল থেকেই সাজসাজ রব শহরজুড়ে। পুজোর ঠিক আগে এদিন প্রধানমন্ত্রীর হাত ধরে শহর জুড়ে গেল নতুন ৩ মেট্রো লাইনে। একদিনে মেট্রোয় জুড়ে গেল ১৪ কিলোমিটার রাস্তা। আজ মেট্রোর এই তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। পাশাপাশি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। এরপরই দমদমে রাজনৈতিক সভায় যোগ দেন তিনি। আলিপুরদুয়ার, দুর্গাপুরের পরে এবার দমদম। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে ফের একবার রাজ্যে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন মোদি।
এদিন প্রধানমন্ত্রী রাজ্যের শাসক দলকে একাধিক ইস্যুতে একহাত নেন। তিনি বলেন, "দুর্নীতির জেরে যুবকদের ভবিষ্যৎ খারাপ হয়ে গেছে। মেয়ে-বোনদের উপর অত্যাচার বেড়ে গেছে। অপরাধ ও দুর্নীতি তৃণমূলের পরিচয় হয়ে উঠেছে। তাই যতদিন বাংলায় তৃণমূলের সরকার থাকবে, ততদিন বাংলার উন্নতি অবরুদ্ধ থাকবে। তাই আজ বাংলার প্রত্যেক মানুষ বলছেন, তৃণমূল গেলে তবেই বাংলায় আসল পরিবর্তন আসবে।" এরপরই বাংলায় তিনি বলেন, "টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন হবে।"
এরাজ্যে পরিবর্তনের ডাক দেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, "বাংলার প্রয়োজন আসল পরিবর্তন। পরিবর্তন যেটা স্লোগানে নয়, কাজে দেখা যাবে। সেই পরিবর্তন যা ঘরের ছেলে-মেয়েদের এ রাজ্যেই চাকরি দিতে পারবে। পরিবর্তন যা মেয়েদের সুরক্ষা দেবে। বাড়ি ও দোকানকে জ্বলে যাওয়া থেকে বাঁচাবে। পরিবর্তন যা সকলকে সুবিধা দেবে। কৃষকদের সম্মান দেবে, ফসলের সঠিক দাম দেবে। পরিবর্তন... যেখানে অপরাধী ও দুর্নীতিগ্রস্তরা সরকারে নয়, জেলে থাকবে। এমন পরিবর্তন, যেখানে সুশাসন হবে। গরিবরাও সম্মান নিয়ে বাঁচবে। আসল এই পরিবর্তন শুধু বিজেপিই আনতে পারবে। তাই বাংলার ঘরে ঘরে আমাদের একটা কথা পৌঁছে দিতে হবে, বাংলার সব কোণ থেকে একটাই আওয়াজ আসতে হবে, বাঁচতে চাই, বিজেপি তাই।" PM Modi Rally