নয়াদিল্লি : প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভোর সাড়ে তিনটেয় প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা। সেই বার্তা ট্যুইটারে প্রথম জানান নরেন্দ্র মোদিই। তারপর তিনি সরাসরি চলে যান গুজরাতে গাঁধীনগরে ভাইয়ের বাড়িতে। সেখানেই শেষকৃত্য হয় মায়ের। 



'ভালোবাসা, ধৈর্য ও আস্থার  প্রতীক' 


প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দিয়েছেন কেন্দ্র ও রাজ্যের রাজনীতিকরা ও দেশ-বিদেশের মানুষ। শুক্রবারই বাংলায় এসে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু সেদিনই এমন দুঃসংবাদ। প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন ' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে আমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর।  শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার  প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন।  আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদিজিকে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। '   


শোকবার্তা লেখেন মুখ্যমন্ত্রীও


পরে শোকবার্তা লেখেন মুখ্যমন্ত্রীও। শোকবার্তায় তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে আমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর।  শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার  প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন।  আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদিজিকে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। 


      


 রাহুলের শোকবার্তা 


প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীও। 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা, শ্রীমতি হীরাবেনের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। এই কঠিন সময়ে আমি প্রধানমন্ত্রী ও তাঁর পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই', ট্য়ুইট রাহুল গাঁধীর।


বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ভার্চুয়ালি


মায়ের মৃত্যুর কারণে আজ কলকাতায় আসতে পারছেন না প্রধানমন্ত্রী। তবে অনুষ্ঠান হচ্ছে। তিনিও থাকছেন, তবে ভার্চুয়ালি।  বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ভার্চুয়ালি করবেন প্রধানমন্ত্রী।  ইতিমধ্যেই ২২ নম্বর প্ল্যাটফর্ম চলে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নিরাপত্তার ঘেরাটোপে হাওড়া স্টেশন চত্বর। বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সকাল থেকে নিয়ন্ত্রিত হচ্ছে একাধিক ট্রেনের যাত্রাপথ। বন্ধ রয়েছে ২১, ২২, ২৩ নম্বর প্ল্যাটফর্ম।