কলকাতা : প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মা হীরাবেন। ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। এদিকে আজই একদিনের সফরে রাজ্যে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের তিনি উদ্বোধন করবেন বলে ঠিক ছিল। বন্দে ভারতের সূচনা থেকে গার্ডেনরিচ- গঙ্গা কাউন্সিলের বৈঠকে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল মোদি-মমতার। কিন্তু, মায়ের প্রয়াণের খবর পেয়ে আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের (Bande Bharat Express) উদ্বোধন করতে পারেন ভিডিও কনফারেন্সিংয়ের (Video Conferencing) মাধ্যমে, এমনই খবর সূত্রের।
আজ ভোর সাড়ে তিনটেয় প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। আজ গাঁধীনগরে হবে হীরাবেনের শেষকৃত্য । দিল্লি থেকে আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে অসুস্থ হয়ে আমদাবাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন। ১৯২৩ সালের ১৮ জুন গুজরাতের মেহসানার বিসনগরে জন্ম হীরাবেনের।
মায়ের প্রয়াণে প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন।
আজই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল প্রধানমন্ত্রীর। এরপর সকাল সাড়ে ১০ টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারতের উদ্বোধন করতেন তিনি। ১১টা ১০-এ গার্ডেনরিচে আইএনএস সুভাষ-এ নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানোর কথা ছিল। পরে সকাল ১১-৩৫-এ ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। ওই বৈঠকে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
বাংলায় আসার আগে ট্যুইটও করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছিলেন, 'পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে থাকতে পারাটা সবসময়ই একটা বিশেষ ব্যাপার। ৩০ ডিসেম্বর রাজ্যের উন্নয়নের গতিপথে বিশেষ জরুরি দিন। ৭৮০০ কোটি টাকার বেশি অর্থমূল্যের উন্নয়নমূলক কাজ। উন্নয়নমূলক কাজের হয় উদ্বোধন বা শিলান্যাস হবে। পশ্চিমবঙ্গে কর্মসূচিগুলির প্রধান কেন্দ্রবিন্দুতে যোগাযোগ ব্যবস্থা। হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পুনরুন্নয়নের শিলান্যাসও করা হবে।'
কিন্তু, হীরাবেনের আকস্মিক মৃত্যুতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হতে চলেছে।
আরও পড়ুন ; 'গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল', মায়ের প্রয়াণে শোকার্ত মোদি আর যা লিখলেন ...