কলকাতা: বিমানবন্দর যাওয়ার জন্য গাড়ি বুক করেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী উরফি জাভেদ (Uorfi Javed)। কিন্তু শেষমেষ ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন এই ঘটনার কথা। ট্যুইটে অভিযোগও জানালেন ওই বিশেষ ক্যাব সংস্থার বিরুদ্ধে।                                                                                                                             


উরফি জানাচ্ছেন, বিমানবন্দর যাওয়ার জন্য একটি অ্যাপ ক্যাব ভাড়া করেন তিনি। ৬ ঘণ্টার জন্য ক্যাবটি ভাড়া নিয়েছিলেন উরফি। খুবানি থেকে দিল্লি পর্যন্ত সফর করছিলেন তিনি। ঘণ্টা হিসেবে অ্যাপ ক্যাব ভাড়া করার একটি সুবিধা থাকে অ্যাপেই। এর নিয়ম হল, প্রয়োজনমতো গাড়ি থামাতে বা অন্যান্য কাজ সেরে নিতে পারেন যাত্রী।                                                                             


সেইমতোই উরফি সফরের মধ্যে গাড়ি থামিয়ে দুপুরের খাওয়া সারতে একটি রেস্তোরাঁয় দাঁড়ান। কিন্তু অভিনেত্রীর অভিযোগ, তিনি নেমে যাওয়ার পরেই তাঁর যাবতীয় জিনিস, মালপত্র নিয়ে চম্পট দেয় ওই গাড়িচালক। দুপুরের খাবার খেয়ে বেরিয়ে গাড়ি না দেখতে পেয়ে উক্ত চালককে ফোন করেন উরফি। তখন চালক জানান, তিনি ফিরে যাবেন না। বার বার অনুরোধেও ফিরে আসতে নারাজ ছিলেন ওই চালক। শেষমেষ উরফির এক পুরুষ বন্ধুর হস্তক্ষেপে ওই চালক ফেরেন। 


আরও পড়ুন: Alia Bhatt: 'ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ', মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ আলিয়ার, পোস্টে ট্যাগ করলেন মুম্বই পুলিশকে


উরফির অভিযোগ, ১ ঘণ্টা ধরে অপেক্ষা করার পরে ওই রেস্তোরাঁর সামনে আসেন গাড়ি চালক। তবে সেসময় তিনি সম্পূর্ণভাবে মদ্যপ ছিলেন। উরফি তাঁর অভিযোগ বিস্তারিত জানিয়েছেন ট্যুইটারে। সেইসঙ্গে গাড়ির যাবতীয় তথ্যও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি।